Country

1 year ago

আবহাওয়া পরিবর্তন হতে পারে উত্তর ভারতে

Weather may be changes in north India
Weather may be changes in north India

 

নয়াদিল্লি, ২৯ জানুয়ারি  : ফের আবহাওয়া পরিবর্তন হতে পারে উত্তর ভারতে। ভারতের আবহাওয়া দফতর বলছে, রাজধানী দিল্লি সহ উত্তর ভারতের অনেক রাজ্যে বৃষ্টির পূর্বাভাস রয়েছে।

আবহাওয়া দফতরের এক আধিকারিক জানিয়েছেন, আগামী ২৪ ঘণ্টায় অনেক জায়গায় হালকা বৃষ্টি হতে পারে। বর্তমানে পশ্চিমী ঝঞ্ঝা সক্রিয় রয়েছে। এ কারণে রবিবার সকাল থেকে আকাশ মেঘলা থাকবে। এই সময়ে সর্বনিম্ন তাপমাত্রা পাঁচ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়তে পারে। রবিবার দিল্লি-এনসিআরে সর্বোচ্চ তাপমাত্রা ১৭ এবং সর্বনিম্ন ১১ ডিগ্রি সেলসিয়াস হতে পারে বলে আশা করা হচ্ছে। সোমবারও আকাশ আংশিক মেঘলা থাকবে। আজ অনেক এলাকায় হালকা বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টি হতে পারে। উত্তরপ্রদেশের অনেক জেলায় সর্বোচ্চ তাপমাত্রা ২২ পর্যন্ত এবং সর্বনিম্ন আট ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত থাকতে পারে। বিহারে আগামী পাঁচ দিন আবহাওয়া শুষ্ক থাকবে। ৩১ জানুয়ারি উত্তর বিহারে অবশ্যই মেঘ বজ্রপাত করতে পারে। এমনকি কাশ্মীর বিভাগে হালকা থেকে মাঝারি বৃষ্টি ও তুষারপাতের সম্ভাবনা রয়েছে।

You might also like!