Country

2 hours ago

Ethiopia volcano eruption: ইথিওপিয়ার জেগে উঠেছে আগ্নেয়গিরি, দিল্লি থেকে অনেক বিমান বিলম্বিত

Ethiopia volcano eruption
Ethiopia volcano eruption

 

নয়াদিল্লি, ২৫ নভেম্বর : সুদূর ইথিওপিয়ায় অগ্ন্যুৎপাতের জেরে ভারতের রাজধানী দিল্লি-সহ উত্তর ভারতের আকাশেও কালো মেঘ জমতে শুরু করেছে। আর তার জেরে বিমান পরিষেবায় বিঘ্ন ঘটছে। দীর্ঘ প্রায় ১০ বছর জেগে উঠেছে ইথিওপিয়ার আগ্নেয়গিরি হায়লি গুব্বি। এর ফলে দিল্লি থেকে অনেক বিমান বিলম্বিত হয়েছে। মঙ্গলবার হংকং, দুবাই, জেদ্দা, হেলসিঙ্কি, কাবুল, ফ্রাঙ্কফুর্টের বেশ কয়েকটি বিমান বিলম্বিত হয়েছে। ইথিওপিয়ায় আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতের ফলে সৃষ্ট ছাইয়ের মেঘের কারণে বিমানগুলিগুলি প্রভাবিত হয়েছে।

রবিবারই আচমকা জেগে ওঠে ইথিওপিয়ার এর্তা আলে রেঞ্জে অবস্থিত হায়লি গুব্বি আগ্নেয়গিরি। শেষ বার প্রায় ১০ হাজার বছর আগে হায়লি গুব্বি থেকে অগ্ন্যুৎপাত হয়েছিল। তার পর থেকে এত দিন ঘুমিয়েই ছিল সে। জ্বালামুখ থেকে নির্গত ধোঁয়া, ছাই ঢেকে দিয়েছে দেশের আকাশকে। শুধু তাই নয়, লোহিত সাগর পেরিয়ে ইয়েমেন, ওমানের দিকেও এগিয়ে গিয়েছে সেই ধোঁয়া, ছাইয়ের কুণ্ডলী। ছাই মিশ্রিত মেঘ ভেসে বেড়াচ্ছে আকাশে। তার ঘনীভূত অংশ দিল্লি, হরিয়ানা, সংলগ্ন উত্তর প্রদেশের উপর দিয়ে এগোচ্ছে। পঞ্জাব, গুজরাট, রাজস্থান এবং মহারাষ্ট্রের আকাশেও এর প্রভাব পড়তে শুরু করেছে। ছাইমেঘ ঢুকছে পাকিস্তানের আকাশেও। এতে দিল্লির বাতাসের গুণমান আরও নীচে নামবে বলে আশঙ্কা। তবে বিমান পরিষেবা ধাক্কা খেয়েছে ইতিমধ্যেই।

You might also like!