Country

4 hours ago

Indore Building Collapse : ইন্দোরে বাড়ি ভেঙে মৃত দুই, আহত অন্তত ১২ জন

Building collapses in Indore
Building collapses in Indore

 

ইন্দোর, ২৩ সেপ্টেম্বর : মধ্যপ্রদেশের ইন্দোরে বাড়ি ভেঙে মৃত্যু হয়েছে দু'জনের। এই ঘটনায় আহত হয়েছেন অন্তত ১২ জন। সোমবার রাতে ঘটনাটি ঘটেছে ইন্দোরের জওহর মার্গের প্রেমসুখ টকিজ এলাকায়। আধিকারিকরা জানিয়েছেন, সোমবার রাতে ইন্দোরের জওহর মার্গে প্রেমসুখ টকিজের পিছনে একটি তিনতলা বাড়ি ভেঙে পড়ে। বাড়ি চাপা পড়ে দু’জন নিহত এবং ১২ জন আহত হয়েছেন। এই ঘটনায় মৃত্যু হয়েছে আলিফা এবং ফাহিম নামের দু’জনের। আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়েছে মহারাজা যশবন্ত রাও সরকারি হাসপাতালে। ইন্দোরের জেলাশাসক শিবম বর্মা জানিয়েছেন, খবর পাওয়ার পরেই দ্রুত সেখানে উদ্ধার কাজ চালানো হয়। সেখান থেকে ১৪ জনকে উদ্ধার করা গেলেও দু’জনের মৃত্যু হয়েছে। আহতদের মধ্যে ১১ জনের অবস্থা স্থিতিশীল।

You might also like!