Country

2 years ago

Gwalior Express derailed : গোয়ালিয়রে লাইনচ্যুত বারাউনি-গোয়ালিয়র এক্সপ্রেস, কোনও যাত্রী ছিলেন না ট্রেনে

Two coaches of Barauni Gwalior Express derailed
Two coaches of Barauni Gwalior Express derailed

 

গোয়ালিয়র, ২৫ নভেম্বর : মধ্যপ্রদেশের গোয়ালিয়রে লাইনচ্যুত হয়ে গেল বারাউনি-গোয়ালিয়র এক্সপ্রেস ট্রেন। শুক্রবার সকালে বারাউনি-গোয়ালিয়র এক্সপ্রেস ট্রেনের দু'টি বগি লাইনচ্যুত হয়ে যায়। যদিও, সেই সময় ওই ট্রেনে কোনও যাত্রী ছিলেন না। তাই হতাহতের ঘটনা থেকে রক্ষা পাওয়া গিয়েছে। এক্সপ্রেস ট্রেন লাইনচ্যুত হওয়ার কারণে রেললাইন সামান্য ক্ষতিগ্রস্ত হয়েছে।

রেল সূত্রের খবর, শুক্রবার সকালে গোয়ালিয়রে লাইনচ্যুত হয়ে যায় বারাউনি-গোয়ালিয়র এক্সপ্রেস ট্রেন। দু'টি বগি বেলাইন হয়ে যায়। ওই ট্রেনে কোনও যাত্রী ছিলেন না। খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলে পৌঁছন রেলের ইঞ্জিনিয়ার ও উচ্চপদস্থ কর্তারা। শুরু হয় রেললাইন মেরামতির কাজ। কী কারণে এই বিপত্তি তা জানতে তদন্ত শুরু হয়েছে।


You might also like!