Country

1 week ago

Former Maharashtra Chief Minister Uddhav Thackeray:কেন্দ্রের এই সরকার কত দিন চলে তাই দেখার : উদ্ধব; মোদীকে কটাক্ষ শরদের

Former Maharashtra Chief Minister Uddhav Thackeray
Former Maharashtra Chief Minister Uddhav Thackeray

 

মুম্বই : কেন্দ্রের এনডিএ সরকারের তীব্র সমালোচনা করলেন মহারাষ্ট্রের প্রাক্তন মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে। কটাক্ষ করে তিনি বলেছেন, "কেন্দ্রের এই সরকার কত দিন চলে তাই দেখার।" শনিবার মুম্বইয়ে এক যৌথ প্রেস বিবৃতিতে উদ্ধব ঠাকরে বলেছেন, এবারের নির্বাচন ছিল সংবিধান ও গণতন্ত্র বাঁচানোর লড়াই। শীঘ্রই বিধানসভা নির্বাচন আসছে। এই সরকার ছিল মোদী সরকার এবং এখন এটি এনডিএ সরকারে পরিণত হয়েছে। এখন দেখার এই সরকার কতদিন দীর্ঘস্থায়ী হয়।"

প্রধানমন্ত্রী মোদীকে কটাক্ষ করে এনসিপি-এসসিপি প্রধান শরদ পওয়ার বলেছেন, "প্রধানমন্ত্রীর রোডশো এবং সমাবেশ যেখানেই হয়েছে, সেখানেই আমরা জিতেছি। তাই প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানানো আমি নিজের কর্তব্য বলে মনে করি।"


You might also like!