8 hours ago
Pahalgam Attack: কাশ্মীরে ফের গুঁড়িয়ে দেওয়া হল জঙ্গিদের বাড়ি, ধৃত সন্ত্রাসীদের দুই সহযোগী
The house of the suspected 2 attacker was crushed in Pehelgam
শ্রীনগর, ২৬ এপ্রিল : পহেলগাম হামলার পর জম্মু ও কাশ্মীর জুড়ে ব্যাপক তল্লাশি অভিযান চালাচ্ছে সেনাবাহিনী এবং জম্মু ও কাশ্মীর পুলিশ। শনিবার সকালে জম্মু ও কাশ্মীরের কুলগাম, পুলওয়ামা ও শোপিয়ানে বাড়ি ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়েছে জঙ্গিদের। পহেলগাম হামলার সঙ্গে ওই জঙ্গিদের যোগ থাকতে পারে বলে সন্দেহ করা হচ্ছে।
কুলগাম জেলার মাতালহামা গ্রামে এক জঙ্গির বাড়ি ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়েছে। আবার পুলওয়ামা জেলার মুরান গ্রামেও একটি বাড়ি ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়েছে। শোপিয়ানের ছোটিপোরা গ্রামেও এক জঙ্গির বাড়ি ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়েছে। পাশাপাশি কুলগামের কাইমো এলাকার ঠোকরপোরা থেকে দু’জনকে গ্রেফতার করা হয়েছে। জঙ্গিদের কাজে তারা সহযোগিতা করেছিল বলে অভিযোগ।