জয়পুর, ৫ ডিসেম্বর : রাজস্থানের মুখ্যমন্ত্রী ভজন লাল শর্মা রাইজিং রাজস্থান গ্লোবাল ইনভেস্টমেন্ট সামিটকে সফল করতে ১০ দিন যাবৎ প্রতিদিন একটি করে নতুন রেজোলিউশন নেওয়ার উদ্যোগ নিয়েছেন। মুখ্যমন্ত্রী এই বিষয়ে সপ্তম রেজোলিউশন নিয়েছেন। তিনি বলেন যে, রাইজিং রাজস্থান সামিটে রাজ্যের প্রসিদ্ধ শিল্প ও সংস্কৃতি প্রদর্শন করা হবে।
ভজন লাল শর্মা বলেন, রাইজিং রাজস্থান সামিটে রাজ্যের প্রসিদ্ধ শিল্পকলা এবং গৌরবময় সংস্কৃতি তুলে ধরা হবে। এতে একদিকে যেমন অনুষ্ঠানের গরিমা বাড়বে, তেমনই জাতীয় স্তরে ও আন্তর্জাতিক পর্যায়ে রাজস্থানের শিল্প-সংস্কৃতির জনপ্রিয়তাও বাড়বে।