Country

14 hours ago

Tamil cinema actor dies:মারণ ক্যান্সার কেড়ে নিল প্রাণ, প্রয়াত তামিল অভিনেতা মাধন বব

Tamil cinema actor dies
Tamil cinema actor dies

 

চেন্নাই, ৩ আগস্ট : জনপ্রিয় তামিল অভিনেতা ও কৌতুকাভিনেতা মাধন বব প্রয়াত হয়েছেন। শনিবার রাতে চেন্নাইয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন তিনি। পেশাগতভাবে মাধন বব নামে পরিচিত হলেও, তাঁর আসল নাম ছিল এস কৃষ্ণমূর্তি। মৃত্যুকালে প্রবীণ এই অভিনেতার বয়স হয়েছিল ৭১ বছর।

পরিবার সূত্রের খবর, প্রবীণ অভিনেতা ক্যান্সারের সঙ্গে লড়াই করছিলেন এবং চেন্নাইয়ের আদিয়ারে নিজ বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। এস কৃষ্ণমূর্তি নামে জন্মগ্রহণকারী মাধন বব, চার দশকের ক্যারিয়ারে তামিল সিনেমায় নিজের জন্য একটি বিশেষ স্থান তৈরি করেছিলেন। ১৯৯০ এবং ২০০০-এর দশকে তিনি ২০০টিরও বেশি ছবিতে অভিনয় করেছিলেন, প্রায়শই পার্শ্ব এবং কমিক চরিত্রে অভিনয় করেছিলেন। তাঁর অনন্য অভিনয় শৈলী দর্শকদের মন জয় করেছে।

You might also like!