Country

1 month ago

Agra: বায়ুদূষণের কবলে তাজনগরী আগ্রা, ধোঁয়াশার চাদরে ঢাকা পড়ল তাজমহল

Taj Mahal was covered in a blanket of smog in Tajnagari Agra due to air pollution
Taj Mahal was covered in a blanket of smog in Tajnagari Agra due to air pollution

 

আগ্রা, ২৯ অক্টোবর : দিল্লির পাশাপাশি বাতাসের গুণগতমান খারাপ হচ্ছে উত্তর প্রদেশেও। বায়ুদূষণের কবলে মোরাদাবাদ, আগ্রা-সহ উত্তর প্রদেশের বিভিন্ন শহর। মঙ্গলবার ধোঁয়াশার চাদরে ঢাকা পড়ল তাজনগরী আগ্রা, সকালের দিকে ধোঁয়াশাচ্ছন্ন ছিল আগের তাজমহল।

এই ধোঁয়াশার কারণে তাজমহল দেখতে আসা পর্যটকরা অসন্তোষ প্রকাশ করেছেন। একজন পর্যটকের কথায়, তাজমহল খুবই সুন্দর, কিন্তু প্রধান সমস্যা হল বায়ুদূষণ। আমি শুনেছি, ইন্ডাস্ট্রি সরিয়ে দেওয়া হয়েছে, তাও দূষণ রয়েছে। এই দূষণ রুখতে কিছু একটা করা দরকার।

You might also like!