দুরন্তবার্তা ডিজিটাল ডেস্ক :রাস্তার কুকুরদের অবাধ ঘোরাফেরা বন্ধ করতে দিল্লি ও তার আশপাশের এলাকায় কুকুরদের নির্দিষ্ট আশ্রয়ে রাখার নির্দেশ দিল সুপ্রিম কোর্ট। বিচারপতি জেবি পারদিওয়ালা ও বিচারপতি আর মহাদেবনের ডিভিশন বেঞ্চ সোমবার এই আদেশ জারি করেন। পাশাপাশি কুকুরদের নির্বীজকরণের নির্দেশও দেওয়া হয়েছে। সম্প্রতি ন্যাশনাল ক্যাপিটাল রিজিয়নে কুকুরের কামড়ে আক্রান্তের সংখ্যা ও জলাতঙ্কের ঘটনাও বেড়ে যাওয়ায় এই পদক্ষেপ নেওয়া হয়েছে। সর্বোচ্চ আদালত স্পষ্ট জানিয়েছে, এই নির্দেশের বাধা দিলে ব্যক্তি বা সংস্থার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
সুপ্রিম কোর্ট বলেছে, ‘মিউনিসিপ্যাল কর্পোরেশন অফ দিল্লি (এমসিডি), নিউ দিল্লি মিউনিসিপ্যাল কাউন্সিল (এনএমডিসি) এবং এনসিটি দিল্লিকে দ্রুত সমস্ত এলাকা থেকে পথ কুকুরদের তুলে নিয়ে যেতে হবে। যে সব এলাকা অপেক্ষাকৃত বেশি বিপজ্জনক, সেই সব এলাকাকে প্রাধান্য দিতে হবে। এই কাজের জন্য কোনও বাহিনী তৈরি করা হবে কি না বা তা কী ভাবে করা হবে, সেই সিদ্ধান্ত নেবে প্রশাসন। কিন্তু কাজ দ্রুত শুরু করতে হবে।’
পরিস্থিতি অত্যন্ত ‘গুরুতর’, পর্যবেক্ষণ সুপ্রিম কোর্টের। আর সেই জন্য এই রায় কার্যকর করতে কোনও আপস করা যাবে না। শীর্ষ আদালত সাফ জানিয়েছে, ‘যদি কোনও ব্যক্তি বা সংস্থা এই কাজে বাধা দিতে আসে তার বিরুদ্ধে আমরা ব্যবস্থা নেব।’সুপ্রিম কোর্ট আরও জানিয়েছে, রাস্তার কুকুরদের যে সব আশ্রয়ে রাখা হবে, সেখানে অবশ্যই বিশেষজ্ঞদের মোতায়েন করতে হবে। কুকুর যাতে আশ্রয় থেকে রাস্তায় বেরোতে না পারে তার নজর রাখতে হবে সিসিটিভি ক্যামেরায়। পাশাপাশি কুকুর কামড়ালে যাতে সাহায্যের আবেদন করা যায়, সে জন্য সব সিভিক অথরিটিকে হেল্প লাইন চালু করার নির্দেশ দিয়েছে আদালত।