
নয়াদিল্লি, ২৬ নভেম্বর : দিল্লি বিস্ফোরণ মামলায় এই নিয়ে ৭ জনকে গ্রেফতার করলো জাতীয় তদন্তকারী সংস্থা (এনআইএ)। দিল্লিতে সন্ত্রাসী বোমা বিস্ফোরণের ঠিক আগে সন্ত্রাসী উমর উন নবীকে আশ্রয় দেওয়ার অভিযোগে ফরিদাবাদের এক বাসিন্দাকে গ্রেফতার করেছে জাতীয় তদন্ত সংস্থা (এনআইএ)।
বুধবার জাতীয় তদন্তকারী সংস্থা জানিয়েছে, এই মামলায় গ্রেফতার হওয়া সপ্তম অভিযুক্ত হল হরিয়ানার ফরিদাবাদের ধৌজের বাসিন্দা সোয়েব। এনআইএ তদন্তে জানা গেছে, ১০ নভেম্বর জাতীয় রাজধানীর লালকেল্লার কাছে গাড়ি বোমা হামলার আগে সন্ত্রাসী উমরকে লজিস্টিক সহায়তা করেছিল সোয়েব। মামলার তদন্তের সময় এনআইএ এর আগে গাড়ি বোমা হামলাকারী উমরের আরও ৬ জন প্রধান সহযোগীকে গ্রেফতার করেছে।
