Country

1 year ago

Lakhimpur : লখিমপুর হিংসা মামলা : আশিসকে অন্তর্বর্তী জামিন দিল সুপ্রিম কোর্ট, রয়েছে বেশ কিছু শর্তও

Ashish Mishra
Ashish Mishra

 

নয়াদিল্লি, ২৫ জানুয়ারি : উত্তর প্রদেশের লখিমপুর খেরি হিংসা মামলার প্রধান অভিযুক্ত আশিস মিশ্রকে অন্তর্বর্তীকালীন জামিন দিল সুপ্রিম কোর্ট। বুধবার আশিস মিশ্রকে শর্তসাপেক্ষে ৮ সপ্তাহের জন্য অন্তর্বর্তীকালীন জামিন প্রদান করেছে সুপ্রিম কোর্ট। অন্তর্বর্তী জামিন দেওয়ার পর শীর্ষ আদালত জানিয়েছে, আশিস মিশ্রকে নিজের অবস্থান সম্পর্কে সংশ্লিষ্ট আদালতকে জানাতে হবে। সুপ্রিম কোর্ট আরও স্পষ্ট করে জানিয়েছে, আশিস মিশ্র অথবা তাঁর পরিবারের কেউ সাক্ষীদের প্রভাবিত করলে কিংবা বিচারে বিলম্ব করার চেষ্টা করা হলে তাঁর জামিন বাতিল হতে পারে।

২০২১ সালে উত্তর প্রদেশের লখিমপুর খেরিতে কৃষকদের হত্যায় অভিযুক্ত হলেন আশিস মিশ্র। তিনি আবার কেন্দ্রীয় মন্ত্রী অজয় কুমার মিশ্রর ছেলে। জামিনের আবেদন জানিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিলেন আশিস। বুধবার তাঁকে শর্তসাপেক্ষে ৮ সপ্তাহের জন্য জামিন প্রদান করেছে বিচারপতি সূর্যকান্ত ও বিচারপতি জে কে মাহেশ্বরীর বেঞ্চ। এদিন সর্বোচ্চ আদালত জানিয়েছে, দিল্লি এনসিটি এবং উত্তর প্রদেশে থাকতে পারবেন না তিনি এবং জামিনে মুক্তি পাওয়ার এক সপ্তাহের মধ্যে তাঁকে উত্তরপ্রদেশ ছাড়তে হবে। পাসপোর্ট জমা রাখতে হবে এবং কোথায় থাকছেন তা আদালতকে জানাতে হবে।


You might also like!