Country

2 days ago

Rescue operation continue in chamoli: চামোলিতে উদ্ধারকাজ জারি, আরও ১৪ জনকে সুরক্ষিত উদ্ধার

Rescue operation continue in chamoli
Rescue operation continue in chamoli

 

চামোলি, ১ মার্চ : উত্তরাখণ্ডের চামোলিতে উদ্ধারকাজ অব্যাহত রয়েছে। বিগত ২৪ ঘণ্টা ধরে যুদ্ধকালীন তৎপরতায় চলছে উদ্ধারকাজ। শনিবার সকালেই আরও ১৪ জনকে উদ্ধার করা হয়েছে। আবহাওয়ার সামান্য উন্নতি হতেই এদিন সকালে হেলিকপ্টারের মাধ্যমে তিনজন আহত কর্মীকে গুরুতর চিকিৎসার জন্য মানা থেকে জোশিমঠে নিয়ে যাওয়া হয়েছে।

উল্লেখ্য, শুক্রবার উত্তরাখণ্ডের বদ্রীনাথের অদূরে তুষারধস নামে। ভারত-চিন সীমান্তের কাছে মানা গ্রামে তুষারধসের কারণে আটকে পড়েন অন্তত ৫৭ জন শ্রমিক। ঘটনার খবর পেয়েই উদ্ধারকাজ শুরু করে জাতীয় এবং রাজ্য বিপর্যয় মোকাবিলা বাহিনী। শুক্রবার পর্যন্ত ৩২ জন শ্রমিককে ধ্বংসস্তূপের নীচ থেকে উদ্ধার করা হয়। শনিবার সকালে আরও ১৫ জনকে উদ্ধার করা হয়। বাকিদেরও উদ্ধারের চেষ্টা চলছে।

You might also like!