শ্রীনগর, ১৫ এপ্রিল : জম্মু ও কাশ্মীরের ফের বৃষ্টির সম্ভাবনার কথা জানালো আবহাওয়া দফতর। আগামী ১৮ থেকে ২০শে এপ্রিলের মধ্যে বৃষ্টির সম্ভাবনা রয়েছে, ওই সময়ে উঁচু পাহাড়ে তুষারপাতও হতে পারে। তার আগে আগামী ১৭ই এপ্রিল পর্যন্ত মূলত শুষ্ক থাকবে জম্মু ও কাশ্মীরের আবহাওয়া। ১৭ই এপ্রিল পর্যন্ত শুষ্ক আবহাওয়ার পর ১৮-২০শে এপ্রিল পর্যন্ত জম্মু ও কাশ্মীরে মেঘলা আকাশ, হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত এবং উঁচু স্থানে তুষারপাতের সম্ভাবনা রয়েছে। ২২-২৫শে এপ্রিল আবহাওয়া ফের শুষ্ক থাকার সম্ভাবনা, এরপর ২৬-২৭শে এপ্রিল আবারও মেঘলা থাকবে বলে আশা করা হচ্ছে।