Country

5 hours ago

Weather News: বৃষ্টি ও তুষারপাতের পূর্বাভাস হিমাচলে, জারি হলুদ সতর্কতা

Rain and snowfall forecast in Himachal
Rain and snowfall forecast in Himachal

 

শিমলা, ৪ নভেম্বর : পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে ফের বৃষ্টির পূর্বাভাস হিমাচল প্রদেশে, সম্ভাবনা রয়েছে তুষারপাতেরও। হিমাচল প্রদেশের উঁচু পাহাড়ে আগামী ২৪ ঘণ্টায় নতুন করে তুষারপাত হতে পারে, রাজ্যের বাকি অংশে ৫ নভেম্বর পর্যন্ত হালকা বৃষ্টিপাত হতে পারে। আগামী ২৪ ঘণ্টায় মান্ডি, কাংড়া, চাম্বা, হামিরপুর, বিলাসপুর এবং উনা জেলার জন্য হলুদ সতর্কতা জারি করা হয়েছে।

আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, কিন্নৌর, লাহুল এবং স্পিতি, পাশাপাশি শিমলা, মান্ডি, কুল্লু, কাংড়া এবং চাম্বা জেলার উঁচু পাহাড়ি এলাকায় হালকা তুষারপাতের সম্ভাবনা রয়েছে। আগামী ৪৮ ঘণ্টায় হিমাচলের অনেক জায়গায় হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়াও, রাজ্যে শৈত্যপ্রবাহের সম্ভাবনা রয়েছে, আগামী তিন দিনের মধ্যে সর্বনিম্ন তাপমাত্রা ৪ ডিগ্রি সেলসিয়াস থেকে ৫ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমে যেতে পারে। একই সময় সর্বোচ্চ তাপমাত্রাও কম থাকবে। তবে, ৬ নভেম্বর থেকে রাজ্যজুড়ে আবহাওয়া শুষ্ক থাকবে।

You might also like!