Country

1 month ago

UDF alliance candidate Priyanka Gandhi Vadra: ওয়ানাডে ভোট প্রচারে প্রিয়াঙ্কা, নীলগিরি কলেজে পড়ুয়াদের সঙ্গেও বললেন কথা

UDF alliance candidate Priyanka Gandhi Vadra
UDF alliance candidate Priyanka Gandhi Vadra

 

ওয়ানাড, ২৮ অক্টোবর : কংগ্রেসের সাধারণ সম্পাদিকা তথা কেরলের ওয়ানাড আসনের ইউডিএফ জোট প্রার্থী প্রিয়াঙ্কা গান্ধী ভডরা সোমবার থেকে ভোট প্রচার শুরু করেছেন। এদিন ওয়ানাডে বিরাট একটি রোড শো করেছেন প্রিয়াঙ্কা গান্ধী। বিপুল সংখ্যক মানুষ প্রিয়াঙ্কাকে স্বাগত জানান। এই উপলক্ষে নিরাপত্তা ব্যবস্থা আঁটোসাঁটো করা হয়েছিল।

দিনের শুরুতে তামিলনাড়ুতেও যান প্রিয়াঙ্কা। সেখানে তিনি নীলগিরি কলেজে গিয়েছে ছাত্র-ছাত্রীদের সঙ্গেও কথা বলেছেন। আগামীকালও ওয়ানাড কেন্দ্রে একাধিক প্রচার কর্মসূচি রয়েছে প্রিয়াঙ্কার। আগামী ১৩ নভেম্বর ওয়ানাড লোকসভা আসনের উপ নির্বাচনে ভোট নেওয়া হবে। এখানে প্রিয়াঙ্কা গান্ধীর মূল প্রতিপক্ষ এলডিএফ-এর প্রবীণ নেতা সত্যেন মোকেরি এবং বিজেপির কোঝিকোড় পুর কাউন্সিলর নব্যা হরিদাস।

You might also like!