Country

3 months ago

Prime Minister on Jharkhand visit:ঝাড়খণ্ড সফরে প্রধানমন্ত্রী, উদ্বোধন করবেন বহু প্রকল্পের

Prime Minister on Jharkhand visit
Prime Minister on Jharkhand visit

 

নয়াদিল্লি, ১৫ সেপ্টেম্বর : প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রবিবার ঝাড়খণ্ড সফরকালে সেই রাজ্যের বিভিন্ন রেল প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন। এই সফরে প্রধানমন্ত্রী ২০ হাজার প্রধানমন্ত্রী আবাস যোজনা প্রাপকদের স্বীকৃতিপত্র বিতরণ করবেন।

জানা গেছে, এদিন প্রধানমন্ত্রী ছয়টি বন্দে ভারত ট্রেনের উন্মোচন করবেন। এই ট্রেনগুলি টাটানগর-পাটনা, ভাগলপুর-দুমকা-হাওড়া, ব্রহ্মপুর-টাটানগর, গয়া-হাওড়া, দেওঘর-বারাণসী এবং রাউরকেল্লা-হাওড়া রুটে যাত্রা করবে।

You might also like!