Country

10 hours ago

Pratibha Setu portal:মনোযোগী শিক্ষার্থীদের জন্য প্রতিভা সেতু পোর্টাল চালু করা তৈরি করা হয়েছে : প্রধানমন্ত্রী

PM launches Pratibha Setu
PM launches Pratibha Setu

 

নয়াদিল্লি, ৩১ আগস্ট : আন্তরিক ও মনোযোগী শিক্ষার্থীদের জন্য প্রতিভা সেতু পোর্টাল চালু করা তৈরি করা হয়েছে। রবিবার মন কি বাত অনুষ্ঠানে এমনটাই জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি বলেছেন, "ইউপিএসসি দেশের অন্যতম কঠিন পরীক্ষা সিভিল সার্ভিসেস পরীক্ষা পরিচালনা করে। হাজার হাজার এমন প্রার্থী আছেন যারা অত্যন্ত সক্ষম, কিন্তু খুব কম ব্যবধানে চূড়ান্ত তালিকায় পৌঁছতে পারেন না। এই প্রার্থীদের অন্যান্য পরীক্ষার জন্য নতুন করে প্রস্তুতি নিতে হয় যার জন্য তাদের সময় এবং অর্থ উভয়ই ব্যয় হয়। সেই কারণেই, এখন এই ধরনের আন্তরিক শিক্ষার্থীদের জন্য একটি ডিজিটাল প্ল্যাটফর্ম তৈরি করা হয়েছে - প্রতিভা সেতু পোর্টাল। 'প্রতিভা সেতু' সেইসব প্রার্থীদের তথ্য সংরক্ষণ করে যারা ইউপিএসসির বিভিন্ন পরীক্ষার সমস্ত ধাপে উত্তীর্ণ হয়েছেন, কিন্তু তাদের নাম চূড়ান্ত মেধা তালিকায় আসেনি। বেসরকারি কোম্পানিগুলি এই প্রতিশ্রুতিশীল শিক্ষার্থীদের তথ্য সংগ্রহ করতে পারে এবং তাদের নিয়োগ করতে পারে।"

You might also like!