নয়াদিল্লি, ৭ আগস্ট : পিএম ফসল বীমা যোজনা কৃষকদের ঝুঁকি থেকে সুরক্ষা দিয়েছে। এমনটাই দাবি করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রধানমন্ত্রীর কথায়, "পিএম কিষাণ সম্মান নিধির সরাসরি সহায়তা ক্ষুদ্র কৃষকদের আত্মবিশ্বাস জুগিয়েছে। এই প্রকল্প কৃষকদের ঝুঁকি থেকে সুরক্ষা দিয়েছে। প্রধানমন্ত্রী কৃষি সেচ প্রকল্পের মাধ্যমে সেচ সংক্রান্ত সমস্যা সমাধান করা হয়েছে। ১০ হাজার এফপিও তৈরির ফলে ক্ষুদ্র কৃষকদের সংগঠিত ক্ষমতা বৃদ্ধি পেয়েছে।" প্রধানমন্ত্রী আরও বলেন, "সমবায় এবং স্বনির্ভর গোষ্ঠীগুলিকে আর্থিক সহায়তা গ্রামীণ অর্থনীতিতে নতুন গতি সঞ্চার করেছে। ই-ন্যামের কারণে কৃষকদের তাদের উৎপাদিত পণ্য বিক্রি করা সহজ হয়ে উঠেছে।"
প্রধানমন্ত্রী মোদী বৃহস্পতিবার সকালে নতুন দিল্লিতে এম.এস. স্বামীনাথন শতবর্ষ আন্তর্জাতিক সম্মেলনে অংশগ্রহণ করেছেন। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মন্ত্রী শিবরাজ সিং চৌহানও। অনুষ্ঠানে প্রধানমন্ত্রী মোদী বলেছেন, "জলবায়ু পরিবর্তনের ফলে সৃষ্ট চ্যালেঞ্জগুলি সম্পর্কে আপনারা অবগত আছেন। আমাদের যতটা সম্ভব জলবায়ু-সহনশীল ফসলের জাত উদ্ভাবন করতে হবে। আমাদের তাপ-প্রতিরোধী ফসলের উপর মনোযোগ দিতে হবে। আমাদের সাশ্রয়ী মূল্যের মাটি পরীক্ষার সরঞ্জামও প্রয়োজন।"
প্রধানমন্ত্রী আরও বলেছেন, "সম্প্রতি, প্রধানমন্ত্রী ধন ধান্য যোজনাও অনুমোদিত হয়েছে। এর আওতায় ১০০টি জেলা নির্বাচন করা হয়েছে যেখানে কৃষিক্ষেত্রে পিছিয়ে রয়েছে। এখানে সুযোগ-সুবিধা প্রদান, কৃষকদের আর্থিক সহায়তা প্রদানের মাধ্যমে কৃষিতে নতুন আস্থা তৈরি হচ্ছে।"