পাটনা, ৩ আগস্ট : করোনামুক্ত বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার। এখন তিনি সম্পূর্ণ সুস্থ। ২৬ জুলাই মুখ্যমন্ত্রী নীতীশ কুমার করোনায় আক্রান্ত হন। তার ৪ দিন ধরে জ্বর ছিল, তারপরে মুখ্যমন্ত্রীর করোনা পরীক্ষা করানো হয়। তাঁর রিপোর্ট পজেটিভ আসে। তিনি এতদিন আইসোলশনে থেকে ধীরে ধীরে সুস্থ হয়ে ওঠেন। প্রায় 8 দিন পর মুখ্যমন্ত্রীর রিপোর্ট নেগেটিভ এসেছে। মুখ্যমন্ত্রী এখন আইসোলেশন থেকে বেরিয়ে এসেছেন।
প্রসঙ্গত, শারীরিক অসুস্থতার জন্য় রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর শপথগ্রহণ অনুষ্ঠানে যোগ দেননি মুখ্যমন্ত্রী নীতীশ কুমার। পরে তার পরীক্ষার রিপোর্টও পজিটিভ আসে। এর আগেও নীতীশ কুমার করোনা পজিটিভ হয়েছিলেন। ২০২২ সালের ১০ জানুয়ারি তার করোনা রিপোর্ট পজিটিভ আসে। গত ৭ মাসে এই নিয়ে দ্বিতীয়বার মুখ্যমন্ত্রী নীতীশ কুমার করোনায় আক্রান্ত হলেন।