নয়াদিল্লি, ১৮ এপ্রিল : ফের টেসলা কর্তা ইলন মাস্কের সঙ্গে আলোচনা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সোশ্যাল মিডিয়ায় এ কথা জানিয়েছেন প্রধানমন্ত্রী নিজেই। বিভিন্ন বিষয় যেমন প্রযুক্তি ক্ষেত্রে সমন্বয়ের মতো বিষয়গুলি নিয়ে তাঁরা আলোচনা করেছেন বলে জানিয়েছেন তিনি। প্রধানমন্ত্রী জানান, ইলন মাস্কের সাথে কথা বলেছি এবং বিভিন্ন বিষয়ে আলোচনা করেছি, তার মধ্যে ওয়াশিংটন ডিসিতে আমাদের বৈঠকের সময় আমরা যে বিষয়গুলি আলোচনা করেছিলাম সেগুলিও। আমরা প্রযুক্তি এবং উদ্ভাবনের ক্ষেত্রে সমন্বয়ের অপার সম্ভাবনা নিয়ে আলোচনা করেছি। ভারত এই ডোমেইনগুলিতে মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে আমাদের অংশীদারিত্বকে এগিয়ে নিয়ে যেতে প্রতিশ্রুতিবদ্ধ।