Country

5 days ago

Kunal Kamra Eknath Shinde Controversy Updates: ৩১ মার্চ হাজিরা দিতেই হবে, কৌতুক শিল্পী কুণালকে ফের সমন মুম্বই পুলিশের

Kunal Kamra Eknath Shinde Controversy
Kunal Kamra Eknath Shinde Controversy

 

মুম্বই, ২৭ মার্চ : মহারাষ্ট্রের উপ-মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডে সম্পর্কে কটূক্তির জন্য বেজায় অস্বস্তিতে রয়েছেন কৌতুক শিল্পী কুণাল কামরা। কুণালকে বৃহস্পতিবার ফের সমন পাঠালো মুম্বইয়ের খার পুলিশ। এবার পুলিশের পক্ষ থেকে সমনে জানানো হয়েছে, আগামী ৩১ মার্চ ''গদ্দার'' মন্তব্যের জন্য তাঁকে পুলিশের মুখোমুখি হতে হবে। ২ এপ্রিল পর্যন্ত সময় চেয়েছিল কুণাল, সেই আর্জি নাকচ করে দিয়েছে পুলিশ। মুম্বই পুলিশ জানিয়েছে, কৌতুক শিল্পী কুণাল কামরাকে আগামী ৩১ মার্চ ডেকে পাঠানো হয়েছে, মহারাষ্ট্রের উপ-মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডে সম্পর্কে 'গদ্দার' মন্তব্যের বিষয়ে জিজ্ঞাসাবাদের জন্য ৩১ মার্চ ডেকে পাঠানো হয়েছে কুণালকে। কুণাল ২ এপ্রিল পর্যন্ত সময় চেয়েছিলেন, কিন্তু পুলিশ তা প্রত্যাখ্যান করে, ৩১ মার্চ সকাল ১১ টার মধ্যে হাজির হতে বলা হয়েছে।


You might also like!