নয়াদিল্লি, ১৩ ফেব্রুয়ারি : আমেরিকার ডিরেক্টর অফ ন্যাশনাল ইন্টেলিজেন্স এর অধিকর্তা তুলসি গ্যাবার্ডের সঙ্গে সাক্ষাৎ করেছেন নরেন্দ্র মোদী। সোশ্যাল মিডিয়ায় এই বিষয়ে জানিয়েছেন বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল ৷ তিনি জানান, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ ওয়াশিংটন ডিসি-তে মার্কিন জাতীয় গোয়েন্দা বিভাগের অধিকর্তা তুলসি গ্যাবার্ডের সঙ্গে একটি ফলপ্রসূ বৈঠক করেছেন। দু'জনের মধ্যে সন্ত্রাসবাদ দমন, সাইবার নিরাপত্তা ক্ষেত্রে গোয়েন্দা সহযোগিতা বৃদ্ধির উপরও আলোচনা হয়েছে বলে জানিয়েছেন বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল ৷