শ্রীনগর, ১৬ অক্টোবর : জম্মু ও কাশ্মীরের জনসাধারণের প্রত্যাশা পূরণ করাই সবথেকে বড় চ্যালেঞ্জ। মুখ্যমন্ত্রী পদে শপথ নেওয়ার প্রাক্কালে বুধবার সকালে এমনটাই মন্তব্য করলেন ওমর আব্দুল্লাহ। তিনি বলেছেন, আমাদের অনেক কাজ করতে হবে। শপথ গ্রহণ অনুষ্ঠানের আগে "শের-ই-কাশ্মীর" শেখ মোহাম্মদ আবদুল্লাহর মাজার-ই-আনোয়ারে পুষ্পস্তবক অর্পণ করেন ওমর আব্দুল্লাহ। পরে তিনি বলেন, "জম্মু ও কাশ্মীর অত্যন্ত কঠিন সময়ের মধ্য দিয়ে যাচ্ছে। জনগণের প্রচুর প্রত্যাশা রয়েছে এবং আমাদের চ্যালেঞ্জ সেই প্রত্যাশা পূরণ করা।"
ওমর আব্দুল্লাহ আরও বলেছেন, "আমাদের অনেক কিছু করার আছে। আমাদের জনগণকে আশা দিতে হবে যে, এই সরকার তাঁদের এবং জনগণের কথাই শোনা হবে। গত ৫-৬ বছর ধরে জনগণের কোনও কথা শোনা যাচ্ছিল না। তাঁদের কথা শোনা এবং তাঁদের গুরুত্ব দেওয়া আমাদের দায়িত্ব।"