নয়াদিল্লি: ওয়াকফ সংশোধনী আইন নিয়ে পশ্চিমবঙ্গে যে হিংসা চলছে, এ জন্য তৃণমূল কংগ্রেস সরকারকে দায়ী করলো বিজেপি। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে কাঠগড়ায় তুলেছেন বিজেপির জাতীয় মুখপাত্র প্রদীপ ভান্ডারী দিল্লিতে এক সাংবাদিক সম্মেলনে বক্তব্য রাখতে গিয়ে বিজেপির জাতীয় মুখপাত্র প্রদীপ ভান্ডারী বলেন, "মুখ্যমন্ত্রী হিংসাকে উৎসাহিত করছেন, সমর্থন করছেন এবং উস্কানি দিচ্ছেন। বাংলায় হিংসা, বিশেষ করে হিন্দু-বিরোধী হিংসা, মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য হচ্ছে, যিনি এটিকে লালন-পালন এবং রক্ষা করছেন।"