Country

6 months ago

Kejri wants to meet with Rahul-Kharg : দিল্লির অধ্যাদেশ: সমর্থন চেয়ে রাহুল-খাড়গের সঙ্গে বৈঠকে বসতে চান কেজরিওয়াল

Kajriwal meet  Rahul-Kharg (File Picture)
Kajriwal meet Rahul-Kharg (File Picture)

 

নয়াদিল্লি : দিল্লির প্রশাসনিক ক্ষমতা নিয়ে মোদী সরকারের আনা অধ্যাদেশের বিরোধিতায় ইতিমধ্যেই পাঁচ বিরোধী দলের সমর্থন হাসিল করেছেন আম আদমি পার্টির সুপ্রিমো অরবিন্দ কেজরিওয়াল। এবার সমর্থন চাইতে কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে ও রাহুল গান্ধীর সঙ্গে দেখা করার পরিকল্পনা নিয়েছেন তিনি।

বৃহস্পতিবার এনসিপি সুপ্রিমো শরদ পওয়ারের সঙ্গে বৈঠক শেষে কেজরিওয়াল সাংবাদিকদের জানান, দিল্লি ফিরেই দেখা করার জন্য কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে ও প্রাক্তন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধীর সঙ্গে দেখা করার সময় চাইবেন। কংগ্রেসের দুই শীর্ষ নেতা দেখা করার জন্য সময় দেবেন বলেও আশাবাদী দিল্লির মুখ্যমন্ত্রী।

কংগ্রেসের সঙ্গে আম আদমি পার্টির খুব একটা রাজনৈতিক সদ্ভাব নেই। দিল্লি এবং পঞ্জাব দুই রাজ্যেই আম আদমি পার্টির কাছে ক্ষমতা হারাতে হয়েছে শতাব্দী প্রাচীন দলটিকে। বিরোধী জোটে কেজরির দলকে সামিল করতে তেমন উদ্যোগও নেওয়া হয়নি কংগ্রেসের পক্ষ থেকে। সম্প্রতি কর্নাটকে মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়ার শপথগ্রহণ অনুষ্ঠানে মমতা বন্দ্যোপাধ্যায়, এম কে স্ট্যালিন, হেমন্ত সোরেনদের আমন্ত্রণ জানানো হলেও ডাকা হয়নি দিল্লির মুখ্যমন্ত্রীকে।

You might also like!