নয়াদিল্লি: ভারতের বৈজ্ঞানিক ও শিক্ষাক্ষেত্রে এক উজ্জ্বল ব্যক্তিত্ব ডঃ কে কস্তুরীরঙ্গনের প্রয়াণে গভীর শোকপ্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সোশ্যাল মিডিয়ায় একটি পোস্টে প্রধানমন্ত্রী মোদী জানান, কে কস্তুরীরঙ্গনের দূরদর্শী নেতৃত্ব এবং দেশের প্রতি নিঃস্বার্থ অবদান সর্বদা স্মরণীয় হয়ে থাকবে।
প্রধানমন্ত্রী উল্লেখ করেছেন, ডঃ কস্তুরীরঙ্গন অত্যন্ত নিষ্ঠার সঙ্গে ইসরোতে কাজ করেছেন, ভারতের মহাকাশ কর্মসূচিকে নতুন উচ্চতায় পৌঁছে দিয়েছেন। মোদী আরও জাজান, তাঁর নেতৃত্বে উচ্চাকাঙ্ক্ষী উপগ্রহ উৎক্ষেপণও প্রত্যক্ষ করা হয়েছে এবং উদ্ভাবনের উপর মনোনিবেশ করেছেন। প্রধানমন্ত্রী মোদী বলেছেন, জাতীয় শিক্ষানীতি প্রণয়নের সময় এবং ভারতে শিক্ষাকে আরও সামগ্রিক এবং দূরদর্শী করে তোলার ক্ষেত্রে তাঁর প্রচেষ্টার জন্য ভারত সর্বদা ডঃ কস্তুরীরঙ্গনের প্রতি কৃতজ্ঞ থাকবে।