Country

1 month ago

Ramdas Athwale: ভারতীয় গণতন্ত্র বিশ্বের মধ্যে সবচেয়ে সেরা : রামদাস আঠওয়ালে

Ramdas Athwale
Ramdas Athwale

 

নয়াদিল্লি, ৬ ডিসেম্বর : ভারতীয় গণতন্ত্র বিশ্বের মধ্যে সবচেয়ে সেরা গণতন্ত্র। জোর দিয়ে বললেন কেন্দ্রীয় মন্ত্রী রামদাস আঠওয়ালে। তাঁর কথায়, বি আর আম্বেদকরের দেওয়া সংবিধান, একটি মহান গণতন্ত্র। মহাপরিনির্বাণ দিবসে শুক্রবার সকালে ভারতীয় সংবিধানের প্রণেতা বাবাসাহেব ভীমরাও আম্বেদকরকে শ্রদ্ধা জানান কেন্দ্রীয় মন্ত্রী রামদাস আঠওয়ালে।

পরে সাংবাদিকদের মুখোমুখি তিনি বলেছেন, ভারতীয় গণতন্ত্র বিশ্বের মধ্যে সবচেয়ে সেরা গণতন্ত্র। বি আর আম্বেদকরের দেওয়া সংবিধান, একটি মহান গণতন্ত্র। ভারতে বিভিন্ন ভাষায় মানুষ কথা বলেন এবং বিভিন্ন ধর্ম পালন করেন, তা সত্ত্বেও আমাদের দেশ বিভক্ত হয়নি। আমরা বি আর আম্বেদকরকে শ্রদ্ধা নিবেদন করছি।"

You might also like!