Country

1 month ago

S. Paramesh: ভারতীয় উপকূলরক্ষী বাহিনীর প্রধান হলেন এস পরমেশ, গ্রহণ করলেন দায়িত্বভার

S. Paramesh
S. Paramesh

 

নয়াদিল্লি, ১৫ অক্টোবর : ডিরেক্টর জেনারেল এস পরমেশ মঙ্গলবার ভারতীয় উপকূলরক্ষী বাহিনীর নতুন প্রধান হিসেবে দায়িত্বভার গ্রহণ করেছেন। ভারতীয় উপকূলরক্ষী বাহিনীর প্রধান হিসেবে দায়িত্ব নেওয়ার প্রাক্কালে ডিরেক্টর জেনারেল এস পরমেশকে গার্ড অব অনারে অভিবাদন জানানো হয়।

ভারতীয় উপকূল রক্ষী বাহিনীর প্রধান এস পরমেশ বলেছেন, "আমি ভারতীয় উপকূল রক্ষী বাহিনীর ডিরেক্টর জেনারেল হিসাবে দায়িত্ব নিতে পেরে সম্মানিত বোধ করছি। এটি একটি সম্মানজনক দায়িত্ব যা আমি আমার সর্বোত্তম ক্ষমতা অনুযায়ী পালন করতে চাই। আমি একটি অন্তর্ভুক্তিমূলক পদ্ধতি অনুসরণ করতে চাই।"

এস পরমেশ বলেছেন, "ভারতীয় উপকূলরক্ষী বাহিনীর সামগ্রিক বৃদ্ধি ও অগ্রগতির জন্য যে তিনটি মূল স্তম্ভের সঙ্গে আমি সমস্ত ফ্রন্টে কোস্ট গার্ডকে অগ্রসর করতে চাই, তা হল প্রবিধানতা, স্বচ্ছতা এবং বস্তুনিষ্ঠতা। সামুদ্রিক ক্ষেত্রে ভারতীয় নৌবাহিনী এবং মেরিন পুলিশের সঙ্গে ঘনিষ্ঠ সহযোগিতা এবং সমন্বয় নিশ্চিত করতে হবে।"

You might also like!