Country

1 year ago

Bhopal:ভোপালের আকাশে বীরত্ব প্রদর্শন ভারতীয় বিমান বাহিনীর

Indian Air Force
Indian Air Force

 

ভোপাল, ৩০ সেপ্টেম্বর  : ভারতীয় বিমান বাহিনী রাজধানী ভোপালের বাদা তালাবের উপর আজ তাদের বীরত্বের প্রদর্শন করেছে। এয়ার শোতে স্টান্ট প্রদর্শন করল ভারতীয় বায়ুসেনা। শনিবার ভারতীয় বিমান বাহিনী ভোপালের বাদা তালাবের উপর তাদের বীরত্বের নির্দশন দেখিয়েছে। ভারতীয় বায়ুসেনার ৯১তম প্রতিষ্ঠা দিবসের স্মরণে বাদা তালাবের বোট ক্লাব এলাকায় আকাশে উড়েছে বিমানবাহিনীর যুদ্ধবিমান। এই উপলক্ষে মধ্যপ্রদেশের রাজ্যপাল মাঙ্গুভাই প্যাটেল এবং মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান ছাড়াও বিমানবাহিনীর আধিকারিকরা অনুষ্ঠানে বিশেষভাবে উপস্থিত ছিলেন। এয়ার শো দেখতে সকাল থেকেই বোট ক্লাবে বহু মানুষ ভিড় জমেয়েছিল।

শনিবার সকাল সাড়ে নটা নাগাদ অনুষ্ঠান শুরু হয়। এয়ার শোতে, তেজস, আকাশ গঙ্গা, চিনুক, রুদ্র, বাদল, শমসের, ত্রিশূল, সারং, জাগুয়ার, সূর্য কিরণের মতো বিমান ও হেলিকপ্টারগুলি তাদের বীরত্ব অত্যন্ত দক্ষতার সঙ্গে প্রদর্শন করেছে। এই অনুষ্ঠানে অংশগ্রহণ করতে সারাদেশ থেকে প্রায় ৪০০ পাইলট, বিমানবাহিনীর আধিকারিক সহ বহু কর্মচারী উপস্থিত হয়েছিলেন।


You might also like!