নয়াদিল্লি, ১৫ অক্টোবর : ভারত ৫জি-তে বিশ্বের সঙ্গে তালমিলিয়ে চলেছে, কিন্তু আমরা ৬জি-তে বিশ্বকে নেতৃত্ব দেব। আত্মবিশ্বাসের সঙ্গে কেন্দ্রীয় মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া। মঙ্গলবার দিল্লির ভারত মণ্ডপমে অনুষ্ঠিত আইটিইউ ওয়ার্ল্ড টেলিকমিউনিকেশন স্ট্যান্ডার্ডাইজেশন অ্যাসেম্বলিতে কেন্দ্রীয় মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া বলেছেন, "টেলিকম সেক্টর, অনেকটা ভারতের অন্যান্য প্রবৃদ্ধিমূলক ক্ষেত্রের মতো ও উচ্চাভিলাষী। আমাদের অমৃত কাল থেকে শতাব্দী কাল পর্যন্ত আমাদের যাত্রায় এর দৃষ্টিভঙ্গি হল বিশ্বকে নেতৃত্ব দেওয়া।"
কেন্দ্রীয় মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া আরও বলেছেন, "আমাদের ভারত ৬জি অ্যালায়েন্সের সঙ্গে, যেখানে আমরা ৬জি স্ট্যান্ডার্ডাইজেশনে পেটেন্টের অন্তত ১০ শতাংশ অবদান রাখার আশা করি, এটি আমাদের বিশ্বাস এবং আমাদের প্রতিশ্রুতি যে ভারত ৪জি-তে বিশ্বকে অনুসরণ করেছে। আমরা ৫জি-তে বিশ্বের সঙ্গে তালমিলিয়ে চলেছি, কিন্তু আমরা ৬জি-তে বিশ্বকে নেতৃত্ব দেব।"
উল্লেখ্য, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এদিন আন্তর্জাতিক টেলিযোগাযোগ ইউনিয়ন-আইটিইউ এবং ওয়ার্ল্ড টেলিকমিউনিকেশন স্ট্যান্ডার্ডাইজেশন অ্যাসেম্বলির উদ্বোধন করেছেন। একই সঙ্গে তিনি সূচনা করেন অষ্টম ইন্ডিয়া মোবাইল কংগ্রেস ২০২৪-এর। ওয়ার্ল্ড টেলিকমিউনিকেশন স্ট্যান্ডার্ডাইজেশন অ্যাসেম্বলি হল আন্তর্জাতিক টেলিযোগাযোগ ইউনিয়ন এবং রাষ্ট্রসঙ্ঘের ডিজিটাল প্রযুক্তি সংক্রান্ত এজেন্সির সুনির্দিষ্ট মান নির্ধারণ বা প্রমিতকরণ কাজের জন্য দিশা নির্দেশকারী সম্মেলন। এই সম্মেলন প্রতি চার বছর অন্তর অনুষ্ঠিত হয়। এই প্রথমবার ভারত এই অনুষ্ঠানের আয়োজন করছে।