Country

1 month ago

PM;'ভারত মহাসাগরীয় অঞ্চলে জলদস্যু ও সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াই করতে ভারত প্রতিশ্রুতিবদ্ধ : প্রধানমন্ত্রী

PM
PM

 

নয়াদিল্লি, ১৯ মার্চ  : ভারত মহাসাগরীয় অঞ্চলে জলদস্যু ও সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াই করতে ভারত প্রতিশ্রুতিবদ্ধ, এই মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মঙ্গলবার প্রধানমন্ত্রী বলেছেন, স্বাধীনভাবে নৌচলাচল অব্যাহত রাখতে এবং ভারত মহাসাগরীয় অঞ্চলে জলদস্যু ও সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াই করতে ভারত প্রতিশ্রুতিবদ্ধ। বুলগেরিয়ার প্রেসিডেন্ট রুমেন রাদেভের একটি পোস্টের প্রেক্ষিতে প্রধানমন্ত্রী একথা বলেন।

বুলগেরিয়ার প্রেসিডেন্ট রুমেন রাদেভ হাইজ্যাক হওয়া বুলগেরিয়ান জাহাজ উদ্ধারের জন্য ভারতীয় নৌবাহিনীকে ধন্যবাদ জানিয়েছেন। তিনি প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে বলেন, জাহাজে ৭ জন বুলগেরিয়ান নাগরিকও ছিলেন, তাঁরা সকলেই ভারতীয় নৌবাহিনীর সাহায্যে রক্ষা পেয়েছেন। মোদী এদিন বুলগেরিয়ার প্রেসিডেন্ট-এর বার্তার প্রশংসা করেছেন। তিনি লিখেছেন, "আমরা আনন্দিত যে ৭ জন বুলগেরিয়ান নাগরিক নিরাপদ এবং শীঘ্রই দেশে ফিরবেন।"

উল্লেখ্য, 'রুয়েন' জাহাজটি গত বছরের ডিসেম্বরে আরব সাগরে জলদস্যুদের হাতে পড়েছিল, তারপর থেকেই তাদের হেপাজতে ছিল। এই জাহাজে বুলগেরিয়া, মায়ানমার সহ অন্যান্য দেশের নাগরিকরাও ছিলেন।


You might also like!