Breaking News
 
Tanya Mittal :প্রেমানন্দ মহারাজের দর্শন সেরেই বিয়ের ঘোষণা! কে হতে চলেছেন তান্যা মিত্তলের জীবনসঙ্গী? Mamata Banerjee:গঙ্গাসাগর মেলার প্রস্তুতি তুঙ্গে! মুখ্যমন্ত্রীর নির্দেশ মেনেই কি বদলেছে ব্যবস্থা? ৫ জানুয়ারি সরেজমিনে তদন্তে যাচ্ছেন মমতা Delhi: রণক্ষেত্র চাণক্যপুরী! বাংলাদেশি দূতাবাসের সামনে হিন্দু সংগঠনের ব্যাপক বিক্ষোভ, দীপু খুনের বিচার চেয়ে পুলিশের বাধা অতিক্রম ভিএইচপি-র PM Modi: বাংলাদেশে আটকে কয়েকশ ভারতীয় মেডিক্যাল পড়ুয়া! প্রাণ বাঁচাতে হাহাকার, প্রধানমন্ত্রী মোদীর হস্তক্ষেপ চেয়ে দিল্লিকে চিঠি Wrestlers: লজ্জার ছবি! দেশের সম্পদ কুস্তিগিররা চলেছেন ট্রেনের শৌচাগারের পাশে বসে—ভাইরাল ভিডিও দেখে ক্ষোভে ফুঁসছে নেটপাড়া Humayun Kabir: নিশা আউট, মুসলিম ইন! বালিগঞ্জ আসনে প্রার্থী নিয়ে বিরাট ঘোষণা হুমায়ুনের—কে হতে পারেন সেই বিশেষ মুখ?

 

Country

1 year ago

Suresh Bhaiyyaji Joshi: বিভ্রান্তি অথবা অহংকার থাকলে, সেটির অবসান হওয়া উচিত : সুরেশ ভাইয়াজি যোশী

Suresh Bhaiyyaji Joshi
Suresh Bhaiyyaji Joshi

 

জয়পুর, ১১ অক্টোবর: বিজয়া দশমী উপলক্ষে আরএসএস-এর পক্ষ থেকে 'পথ সঞ্চালন'-এর প্রাক্কালে শুক্রবার জয়পুরের ত্রিবেণী নগরের কমিউনিটি সেন্টারে জড়ো হয়েছেন আরএসএস-এর স্বয়ংসেবকরা। শুক্রবার ত্রিবেণী নগরের কমিউনিটি সেন্টারে বক্তৃতা দেওয়ার সময় সঙ্ঘের অখিল ভারতীয় কার্যকারিণী সদস্য সুরেশ ভাইয়াজি যোশী বলেছেন, "রাজ্যের সীমানা যেভাবে আমাদের মধ্যে কোনও বিভাজন সৃষ্টি করতে পারে না, একইভাবে জন্মের ভিত্তিতে আমাদের বিভাজন করতে পারে না।"

সুরেশ ভাইয়াজি যোশী বলেছেন, "জন্মের ভিত্তিতে জাত নির্ধারণ করা হয়, কেউ কি বলতে পারেন হরিদ্বার কোন জাতের? ১২টি জ্যোতির্লিঙ্গ কোন জাতের অন্তর্গত? দেশের বিভিন্ন স্থানে ৫১টি শক্তিপীঠ কোন জাতের অন্তর্গত? যারা নিজেদের হিন্দু মনে করে, দেশের সব জায়গায় বাস করেন- তাঁরা এসবকে নিজেদের বলে মেনে নেয়। তাহলে বিভক্তি কোথায়? রাজ্যের সীমানা যেভাবে আমাদের মধ্যে কোনও বিভাজন সৃষ্টি করতে পারে না, একইভাবে জন্মের ভিত্তিতে আমাদের বিভাজন করতে পারে না। যদি কোনও ভুল ধারণা থেকে থাকে, তা অবশ্যই পরিবর্তন করতে হবে, যদি কোনও বিভ্রান্তি অথবা অকেজো অহংকার থাকে, তাহলে সেটির অবসান হওয়া উচিত।"

You might also like!