Breaking News
 
Subhendu Adhikari: দুর্গাপুরকাণ্ডে আইনি লড়াই! ধর্নার অনুমতি চেয়ে হাই কোর্টে বিজেপি, পালটা জমায়েত সরাতে আদালতের দ্বারস্থ মেডিক্যাল কলেজ Arjun Singh: 'কঠোর পদক্ষেপ নয়'! এফআইআর-এর বিরুদ্ধে অর্জুন সিংকে ১০ নভেম্বর পর্যন্ত রক্ষাকবচ দিল কলকাতা হাই কোর্ট Jagadhatri Puja:চন্দননগরে আর 'সাট ডাউন' নয়! বিদ্যুৎ পরিষেবা সচল রেখেই এবার শোভাযাত্রা, বড় ঘোষণা প্রশাসনের Amit Shah: আর নয় বিলম্ব! বঙ্গ বিজেপির গোষ্ঠীদ্বন্দ্বের ক্ষোভ মেটাতে কড়া বার্তা দিতে পারেন অমিত শাহ Google: ১.৫ হাজার কোটি ডলার বিনিয়োগ! অন্ধ্রপ্রদেশে AI হাব গড়তে চলেছে Google, ঐতিহাসিক পদক্ষেপ ভারতের ডিজিটাল যাত্রায় CM Mamata Banerjee:শেষ মুহূর্তে রদবদল! আজ মিরিকে যাচ্ছেন না মমতা, বিপর্যস্ত সুখিয়াপোখরি পরিদর্শনে মুখ্যমন্ত্রী

 

Country

1 year ago

Suresh Bhaiyyaji Joshi: বিভ্রান্তি অথবা অহংকার থাকলে, সেটির অবসান হওয়া উচিত : সুরেশ ভাইয়াজি যোশী

Suresh Bhaiyyaji Joshi
Suresh Bhaiyyaji Joshi

 

জয়পুর, ১১ অক্টোবর: বিজয়া দশমী উপলক্ষে আরএসএস-এর পক্ষ থেকে 'পথ সঞ্চালন'-এর প্রাক্কালে শুক্রবার জয়পুরের ত্রিবেণী নগরের কমিউনিটি সেন্টারে জড়ো হয়েছেন আরএসএস-এর স্বয়ংসেবকরা। শুক্রবার ত্রিবেণী নগরের কমিউনিটি সেন্টারে বক্তৃতা দেওয়ার সময় সঙ্ঘের অখিল ভারতীয় কার্যকারিণী সদস্য সুরেশ ভাইয়াজি যোশী বলেছেন, "রাজ্যের সীমানা যেভাবে আমাদের মধ্যে কোনও বিভাজন সৃষ্টি করতে পারে না, একইভাবে জন্মের ভিত্তিতে আমাদের বিভাজন করতে পারে না।"

সুরেশ ভাইয়াজি যোশী বলেছেন, "জন্মের ভিত্তিতে জাত নির্ধারণ করা হয়, কেউ কি বলতে পারেন হরিদ্বার কোন জাতের? ১২টি জ্যোতির্লিঙ্গ কোন জাতের অন্তর্গত? দেশের বিভিন্ন স্থানে ৫১টি শক্তিপীঠ কোন জাতের অন্তর্গত? যারা নিজেদের হিন্দু মনে করে, দেশের সব জায়গায় বাস করেন- তাঁরা এসবকে নিজেদের বলে মেনে নেয়। তাহলে বিভক্তি কোথায়? রাজ্যের সীমানা যেভাবে আমাদের মধ্যে কোনও বিভাজন সৃষ্টি করতে পারে না, একইভাবে জন্মের ভিত্তিতে আমাদের বিভাজন করতে পারে না। যদি কোনও ভুল ধারণা থেকে থাকে, তা অবশ্যই পরিবর্তন করতে হবে, যদি কোনও বিভ্রান্তি অথবা অকেজো অহংকার থাকে, তাহলে সেটির অবসান হওয়া উচিত।"

You might also like!