নয়াদিল্লি, ১১ অক্টোবর : কেরল ও তামিলনাড়ুতে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনার কথা জানালো ভারতীয় আবহাওয়া দফতর (আইএমডি)। এই মর্মে জারি করা হয়েছে কমলা সতর্কতাও। এছাড়াও আগামী ১৬ অক্টোবর পর্যন্ত দেশের বিভিন্ন রাজ্যে বৃষ্টির সম্ভাবনার কথা জানানো হয়েছে ভারতীয় আবহাওয়া দফতরের পক্ষ থেকে।
আইএমডি জানিয়েছে, ১২ অক্টোবর তামিলনাড়ু ও কেরল ছাড়াও অরুণাচল প্রদেশ, গুজরাট, মধ্য মহারাষ্ট্র গোয়ায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এরপর ১৩ তারিখ তামিলনাড়ু ও কেরলে ভারী বৃষ্টির কমলা সতর্কতা জারি করা হয়েছে, ওই দিন গোয়া, গুজরাট ও আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জেও বৃষ্টি হতে পারে।
এরপর ১৪ অক্টোবরও তামিলনাড়ু ও কেরলে ভারী বৃষ্টির কমলা সতর্কতা জারি করা হয়েছে, ওই দিন উপকূলবর্তী অন্ধ্রপ্রদেশ, সৌরাষ্ট্র ও কচ্ছে বৃষ্টি প্রত্যাশিত। ১৫ অক্টোবর তামিলনাড়ু ও কেরল এবং উপকূলবর্তী অন্ধ্রপ্রদেশে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ১৬ অক্টোবর উপকূলবর্তী অন্ধ্রপ্রদেশে ও কেরলে বৃষ্টি প্রত্যাশিত।