Country

23 hours ago

Heat Wave Alert: রাজস্থান ও গুজরাটে তাপপ্রবাহের পূর্বাভাস, পারদ চড়বে দিল্লিতেও

Heatwave Alerts
Heatwave Alerts

 

নয়াদিল্লি, ১৫ এপ্রিল : রাজস্থান ও গুজরাটের বিভিন্ন জেলায় তীব্র থেকে তীব্রতর তাপপ্রবাহের পূর্বাভাস জারি করলো ভারতীয় আবহাওয়া দফতর (আইএমডি)। পূর্বাভাসে জানানো হয়েছে, রাজস্থানে আগামী ১৯ এপ্রিল পর্যন্ত তাপপ্রবাহের পরিস্থিতি থাকবে। গুজরাটের ক্ষেত্রে আগামী ১৭ এপ্রিল পর্যন্ত তাপের দাপট বজায় থাকবে। আইএমডি জানিয়েছে, দিল্লি-এনসিআর-সহ উত্তর-পশ্চিম ভারতেও সর্বোচ্চ তাপমাত্রা ধীরে ধীরে ৩-৫ ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি পাবে বলে আশা করা হচ্ছে। আবার আগামী চার-পাঁচ দিন ধরে পূর্ব ও সংলগ্ন পূর্ব মধ্যপ্রদেশ এবং ছত্তিশগড়ে বৃষ্টিপাত, বজ্রপাতের পাশাপাশি ঝোড়ো হাওয়ার সম্ভাবনা রয়েছে।

You might also like!