Country

11 months ago

G20 :জি-২০ দেশের প্রতিনিধিরা গলফ উপভোগ করেছেন, ঘুরছেন মুঘল ও নিশাত বাগান

G20 delegates enjoyed golf, toured Mughal and Nishat Bagan
G20 delegates enjoyed golf, toured Mughal and Nishat Bagan

 

শ্রীনগর, ২৪ মে  : বুধবার তৃতীয় জি-২০ ট্যুরিজম ওয়ার্কিং গ্রুপের বৈঠকে যোগদানকারী প্রতিনিধিরা গলফ খেলা উপভোগ করেন এবং ডাল লেকের তীরে বিখ্যাত মুঘল ও নিশাত উদ্যান পরিদর্শন করেন। এরপর প্রতিনিধিরা পলো ভিউ বাজারেও যাবেন।

বুধবার সকালে প্রতিনিধিরা একটি বিলাসবহুল হোটেলের লনে আয়োজিত একটি যোগ সেশনে অংশ নেন। কর্মকর্তারা জানিয়েছেন, প্রতিনিধি এবং ভারতের জি-২০ শেরপা অমিতাভ কান্ত রয়্যাল স্প্রিংস গলফ কোর্সে (আরএসজিসি) গলফ খেলেছেন।

তারপরে ডাল লেকের তীরে বিখ্যাত মুঘল এবং নিশাত বাগান পরিদর্শন করেন। এ সময় প্রতিনিধিদের পর্যটকদের সঙ্গে ছবি তুলতে দেখা যায়। শ্রীনগরের মেয়র জুনায়েদ আজিম মাট্টু শের-ই-কাশ্মীর ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারে সভার প্রতিনিধিদের জন্য মধ্যাহ্নভোজের আয়োজন করেন। প্রতিনিধিরা শহরের লাল চক এলাকা ঘুরে দেখেন।


You might also like!