Country

2 hours ago

Hyderabad Fire Accident: হায়দরাবাদে ইলেকট্রনিক্সের দোকানে আগুন, ৪-৫ জন আহত

Fire breaks out at Gomathi Electronics showroom
Fire breaks out at Gomathi Electronics showroom

 

হায়দরাবাদ, ২৫ নভেম্বর : হায়দরাবাদের লাল দরওয়াজার কাছে আগুন লাগল একটি ইলেকট্রনিক্সের দোকানে। সোমবার রাতে ওই দোকানে আগুন লাগে। অগ্নিকাণ্ডে ৪-৫ জন আহত হয়েছেন। ঘটনাস্থলে হাজির হয় দমকলের একাধিক ইঞ্জিন। প্রাথমিক ভাবে জানা গিয়েছে, শর্ট সার্কিট থেকেই আগুন লেগেছে ওই দোকানে।

পুলিশ জানিয়েছে, সোমবার রাতে হায়দরাবাদের লাল দরওয়াজার কাছে একটি বিল্ডিংয়ে আগুন লাগে। ঘটনাস্থলে দমকলের ১০টি ইঞ্জিন এসে পৌঁছয়। চারমিনারের বিধায়ক মীর জুলফেকার আলীও ঘটনাস্থলে পৌঁছন। হায়দরাবাদের দক্ষিণ জোনের ডিসিপি কিরণ প্রভাকর খারে বলেন, "রাত ৯.৪৫ থেকে রাত ১০টার মধ্যে আগুন লাগে। প্রাথমিকভাবে আমরা যে তথ্য পেয়েছি, তাতে দেখা গেছে, গোমতী ইলেকট্রনিক্সের দোকানে শর্ট সার্কিট থেকে আগুন লেগেছে। দোকানের সামনে একটি সিএনজি লাগানো গাড়ি পার্ক করা ছিল, তাতেও আগুন ধরে যায়, যার ফলে বিস্ফোরণ ঘটে। চার থেকে পাঁচজন আহত হয়েছেন। সকলেই বিপদমুক্ত। কোনও মানবিক ক্ষয়ক্ষতি হয়নি।"

You might also like!