Country

2 weeks ago

Election violence in Arunachal:অরুণাচলে নির্বাচনী হিংসা, হত যুবক, ত্রিজিনো-বুড়াগাঁওয়ে জারি ১৪৪

Election violence in Arunachal,
Election violence in Arunachal,

 

ইটানগর  : অরুণাচল প্রদশের ত্রিজিনো-বুড়াগাঁওয়ে নির্বাচনী হিংসায় জনৈক যুবকের মৃত্যু হয়েছে। নিহত যুবককে তেনজিন লিবাসো বলে শনাক্ত করেছে পুলিশ। এ ঘটনায় উত্তেজনা ছড়ালে সংশ্লিষ্ট এলাকায় জারি করা হয়েছে সিআরপিসির ১৪৪ ধারা।ঘটনা পশ্চিম কামেং জেলার ত্রিজিনো-বুড়াগাঁওয়ের অন্তর্গত জামিরির খাগোক গ্রামে অবস্থিত ১৪ নম্বর শ্রমিক শিবিরে সংঘটিত হয়েছে।

পশ্চিম কামেং জেলার খাগোক গ্রামে প্রাণহানির ফলে নির্বাচন-সম্পর্কিত সহিংসতার দুঃখজনক ঘটনার প্রতিক্রিয়া ব্যক্ত করতে গিয়ে ৬ নম্বর থ্রিজিনো-বরাগাঁও আসনের নির্দলীয় প্রার্থী তেনজিন নাইমা গ্লো একটি হৃদয়গ্রাহী বিবৃতি জারি করেছেন।

বিবৃতিতে তিনি লিখেছেন, নিকম লিবাসোর ছেলে প্রয়াত তেনজিন লিবাসো রাজনৈতিক হামলার শিকার হয়েছেন। তাঁর মৃত্যু অত্যন্ত বেদনাদায়ক। তেনজিন নাইমা গ্লো বলেছেন, ‘আসন্ন বিধানসভা নির্বাচন ২০২৪-এর জন্য একজন উচ্চাকাঙ্ক্ষী প্রার্থী হিসাবে আমি দ্ব্যর্থহীনভাবে সহিংসতা এবং জবরদস্তিমূলক কৌশলের নিন্দা করছি। এটা অপরিহার্য যে সমাজের সকল সদস্য, রাজনৈতিক সংশ্লিষ্ট ব্যক্তিবৰ্গ নির্বিশেষে যে কোনও ধরনের সহিংসতার তীব্র নিন্দা এবং এ ধরনের ঘটনাকে নিরুৎসাহিত করা।’

You might also like!