বেঙ্গালুরু, ২৭ এপ্রিল : ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা (ইসরো)-র প্রাক্তন প্রধান ডঃ কে কস্তুরীরঙ্গনের শেষকৃত্য রবিবার সম্পন্ন হয়েছে। পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় ডঃ কে কস্তুরীরঙ্গনের শেষকৃত্য সম্পন্ন হয়। গত ২৫ এপ্রিল ৮৪ বছর বয়সে তিনি প্রয়াত হন, রাষ্ট্রীয় মর্যাদায় এদিন শেষকৃত্য সম্পন্ন হয়েছে। ডঃ কে কস্তুরীরঙ্গনের প্রয়াণে শোকপ্রকাশ করেছেন কর্ণাটকের মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া। তিনি বলেছেন, "ডঃ কস্তুরীরঙ্গনের মৃত্যু দেশের জন্য এক অপূরণীয় ক্ষতি, তিনি একজন বিখ্যাত বিজ্ঞানী ছিলেন। মহাকাশের ক্ষেত্রে তিনি দেশের জন্য বিশাল অবদান রেখেছেন। কর্ণাটকে তিনি অনেক অবদান রেখেছেন। তাঁকে স্মরণ করা রাজ্য সরকারের কর্তব্য।"