Country

1 week ago

Weather Forcast in Delhi : কনকনে শীতে কাঁপছে দিল্লি, পালমে সর্বনিম্ন তাপমাত্রা ৮.৩ ডিগ্রি

Delhi is shivering in Konkan winter, minimum temperature in Palm is 8.3 degrees
Delhi is shivering in Konkan winter, minimum temperature in Palm is 8.3 degrees

 

নয়াদিল্লি, ৩১ ডিসেম্বর : কনকনে ঠান্ডায় কাঁপছে রাজধানী দিল্লি। মঙ্গলবারও রাজধানীজুড়ে শীতের দাপট অব্যাহত। একইসঙ্গে কুয়াশাও রয়েছে। মঙ্গলবার সকাল ৮.৩০ মিনিট নাগাদ দিল্লির সফদরজং-এ সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৯.৬ ডিগ্রি সেলসিয়াস এবং পালমে ৮.৩ ডিগ্রি সেলসিয়াস। আবহাওয়া দফতর জানিয়েছে, সর্বনিম্ন তাপমাত্রা আরও নেমে যেতে পারে দিল্লিতে।

কুয়াশার কারণে এদিন সকালেও দৃশ্যমানতা কমে যায়। শুধুমাত্র দিল্লি নয়, প্রবল ঠান্ডায় কাঁপছে উত্তর প্রদেশ, পঞ্জাব এবং হরিয়ানাও।

You might also like!