Country

1 year ago

Kashmir: ঠান্ডায় জমে যাচ্ছে ডাল লেক, ৯ ও ১০ ডিসেম্বর তুষারপাতের সম্ভাবনা কাশ্মীরে

Dal lake is freezing in cold, chances of snowfall in Kashmir on December 9 and 10
Dal lake is freezing in cold, chances of snowfall in Kashmir on December 9 and 10

 

শ্রীনগর, ৩ ডিসেম্বর : মাত্রাতিরিক্ত ঠান্ডায় রীতিমতো জমে যাচ্ছে শ্রীনগরের ডাল লেক। কাশ্মীরের পাশাপাশি হাড় হিম করা ঠান্ডা লাদাখেও। এই পরিস্থিতিতে শনিবার কাশ্মীরের আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী ৯ ও ১০ ডিসেম্বর কাশ্মীরের তুষারপাতের সম্ভাবনা রয়েছে।

কাশ্মীর ও লাদাখে রাতের তাপমাত্রা ক্রমেই নিম্নমুখী, কার্গিলের তাপমাত্রা কমে মাইনাস ১০.৪ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছেছে। শীতের প্রকোপ দিন দিন বেড়েই চলেছে কাশ্মীর উপত্যকা এবং লাদাখে। শনিবার শ্রীনগরের সর্বনিম্ন তাপমাত্রা ছিল মাইনাস ১.৯ ডিগ্রি সেলসিয়াস।

পহেলগামের তাপমাত্রা নেমে মাইনাস ২.৮ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছেছে। গুলমার্গে আগের রাতের তাপমাত্রা ছিল মাইনাস ২ ডিগ্রি। মাত্রাতিরিক্ত শীতে জবুথবু অবস্থা লাদাখেও। লেহ-তে তাপমাত্রা একটু বেড়ে মাইনাস ৫.৪ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছেছে, কার্গিলে মাইনাস ১০.৪ ডিগ্রি সেলসিয়াস ও দ্রাসের তাপমাত্রার পারদ একটু কমে মাইনাস ৪ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছেছে।

You might also like!