Country

6 days ago

UP Budget Session 2025: উত্তর প্রদেশ বিধানসভার বাজেট অধিবেশন শুরু, একাধিক ইস্যুতে সপা-র বিক্ষোভ

CM Yogi Adityanath
CM Yogi Adityanath

 

লখনউ, ১৮ ফেব্রুয়ারি : শুরু হল উত্তর প্রদেশ বিধানসভার বাজেট অধিবেশন। মঙ্গলবার রাজ্যপাল আনন্দীবেন প্যাটেলের অভিভাষণের মধ্য দিয়ে শুরু হয় উত্তর প্রদেশ বিধানসভার বাজেট অধিবেশন। এদিন রাজ্যপালের অভিভাষণের সময় "রাজ্যপাল গো ব্যাক" স্লোগান তোলেন সমাজবাদী পার্টি ও কংগ্রেস বিধায়করা। বিধানসভার বাইরেও সপা বিধায়করা বিক্ষোভ দেখান। মহাকুম্ভ মেলায় পদপিষ্ট হওয়ার ঘটনা-সহ একাধিক ইস্যুতে বিক্ষোভ প্রদর্শন করেন সপা বিধায়করা।

বাজেট অধিবেশন শুরু হওয়ার প্রাক্কালে মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ বলেছেন, "২০ ফেব্রুয়ারি সভায় বাজেট পেশ করা হবে। ১৮ ফেব্রুয়ারি থেকে ৫ মার্চ পর্যন্ত অধিবেশনের প্রস্তাব করা হয়েছে। উত্তর প্রদেশের ইতিহাসে এই প্রথম এত দীর্ঘ সময় ধরে অধিবেশন ডাকা হয়েছে। তবে সভার কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পন্ন করতে হবে। এটা শুধু ক্ষমতাসীন দলের দায়িত্ব নয়, বিরোধী দলেরও সমান গুরুত্বপূর্ণ দায়িত্ব। সভা আলোচনার মঞ্চ হওয়া উচিত।"

You might also like!