Country

3 months ago

Amrit Udyan 2025 timings:জনসাধারণের জন্য খুলছে অমৃত উদ্যান, ১৪ সেপ্টেম্বর পর্যন্ত দেখার সুযোগ

Amrit Udyan open to public
Amrit Udyan open to public

 

নয়াদিল্লি, ১৪ আগস্ট : রাষ্ট্রপতি ভবনের অমৃত উদ্যান জনসাধারণের জন্য উন্মুক্ত হচ্ছে। ১৬ আগস্ট থেকে আগামী ১৪ সেপ্টেম্বর পর্যন্ত সাধারণ জনসাধারণের দেখার জন্য খোলা থাকবে অমৃত উদ্যান। নানা রকমের বাহারি ফুলে সেজে উঠেছে রাষ্ট্রপতি ভবনের অমৃত উদ্যান। এই উদ্যান দেখার জন্য মুখিয়ে থাকেন সাধারণ জনসাধারণ।

রাষ্ট্রপতি ভবনের অমৃত উদ্যান ১৬ আগস্ট থেকে ১৪ সেপ্টেম্বর পর্যন্ত গ্রীষ্মকালীন দর্শনের জন্য উন্মুক্ত করা হচ্ছে। রাষ্ট্রপতির ডেপুটি প্রেস সেক্রেটারি নাভিকা গুপ্তা বলেন, "অমৃত উদ্যান ১৬ আগস্ট থেকে ১৪ সেপ্টেম্বর পর্যন্ত এক মাসের জন্য খোলা হচ্ছে। এবার, মানুষের জন্য অনেক নতুন আকর্ষণ রয়েছে। এই উদ্যানটি সকাল ১০টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত খোলা থাকবে, শেষ প্রবেশ বিকেল ৫.১৫ মিনিটে। প্রবেশ বিনামূল্যে। আমরা প্রতিবন্ধী ব্যক্তিদের জন্যও কিছু সুবিধা শুরু করেছি।"

You might also like!