দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ- কম খরচে অতি দ্রুত পৌঁছতে অনেকেই ট্রেনকেই ভরসা করেন। এর দরুন লোকাল থেকে দূরপাল্লা, সমস্ত ট্রেনে থাকে যাত্রীদের ভিড়। বন্দে ভারত থেকে রাজধানী এক্সপ্রেস, সব ট্রেনই দ্রুত গতিতে চলে। তবে এবার সামনে এল সবথেকে ধীর গতি ট্রেনের নাম।
পঞ্জাবের অমৃতসর এবং পশ্চিমবঙ্গের হাওড়ার মধ্যে চলে হাওড়া-অমৃতসর মেইল ট্রেনটি। জানলে অবাক হবেন, ট্রেনটি মোট ১৯১০ কিলোমিটার দূরত্ব অতিক্রম করে এবং হাওড়া এবং অমৃতসরের মধ্যে ১১১টি স্টেশনে থামে এই ট্রেনটি। এই হাওড়া-অমৃতসর মেলটি পশ্চিমবঙ্গ, বিহার, উত্তরপ্রদেশ, হরিয়ানা এবং পঞ্জাব নামে দেশের ৫টি রাজ্যের মধ্য দিয়ে যাত্রা করেও ধীর গতিতেই চলে এই ট্রেন ।পশ্চিমবঙ্গের হাওড়া রেলস্টেশন থেকে সন্ধ্যা ৭.১৫ মিনিটে ছেড়ে যায় এই ট্রেনটি। এরপর পরের গোটা দিন জুড়েই যাত্রা করে হাওড়া অমৃতসর মেইল। তৃতীয় দিন সকাল ৭.৩০ মিনিটে পৌঁছয় অমৃতসর।