Breaking News
 
Subhendu Adhikari: দুর্গাপুরকাণ্ডে আইনি লড়াই! ধর্নার অনুমতি চেয়ে হাই কোর্টে বিজেপি, পালটা জমায়েত সরাতে আদালতের দ্বারস্থ মেডিক্যাল কলেজ Arjun Singh: 'কঠোর পদক্ষেপ নয়'! এফআইআর-এর বিরুদ্ধে অর্জুন সিংকে ১০ নভেম্বর পর্যন্ত রক্ষাকবচ দিল কলকাতা হাই কোর্ট Jagadhatri Puja:চন্দননগরে আর 'সাট ডাউন' নয়! বিদ্যুৎ পরিষেবা সচল রেখেই এবার শোভাযাত্রা, বড় ঘোষণা প্রশাসনের Amit Shah: আর নয় বিলম্ব! বঙ্গ বিজেপির গোষ্ঠীদ্বন্দ্বের ক্ষোভ মেটাতে কড়া বার্তা দিতে পারেন অমিত শাহ Google: ১.৫ হাজার কোটি ডলার বিনিয়োগ! অন্ধ্রপ্রদেশে AI হাব গড়তে চলেছে Google, ঐতিহাসিক পদক্ষেপ ভারতের ডিজিটাল যাত্রায় CM Mamata Banerjee:শেষ মুহূর্তে রদবদল! আজ মিরিকে যাচ্ছেন না মমতা, বিপর্যস্ত সুখিয়াপোখরি পরিদর্শনে মুখ্যমন্ত্রী

 

Country

1 year ago

Diwali 2024 : দীপাবলিতে কমেছে বিমান ভাড়া ! কোন রুটে কতটা? রইল বিস্তারিত

Airfare reduced in Diwali
Airfare reduced in Diwali

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ- দুর্গোৎসব শেষ ৷ এবার দীপাবলির অপেক্ষায় দিন গোনা শুরু ৷ এই উৎসবের মরশুমে দেশবাসীর জন্য সুখবর ৷ পরিসংখ্যান বলছে, বিমানে যাতায়াতের খরচ অনেকটাই কমেছে ৷

গত বছর এই সময়ে দেশের অভ্যন্তরে বেশ কয়েকটি রুটে বিমানের যে ভাড়া ছিল, এবছর তা 20 র থেকে 25 শতাংশ পর্যন্ত কমে গিয়েছে ৷ সংবাদসংস্থা পিটিআই জানিয়েছে, সম্প্রতি তেলের দাম কিছুটা কমার ফলে বিমানের ভাড়া কমেছে ৷ তাছাড়া গতবারের থেকে এবার বেশি পরিমাণে যাত্রী যাতায়াতের সুযোগ পাবেন। দাম কমার কারণ সেটাও।

ভ্রমণ পোর্টাল ইক্সিগোর বিশ্লেষণে উঠে এসেছে, দেশের মধ্যে একাধিক রুটে টিকিটের দাম 20-25 শতাংশ কমেছে ৷ সংস্থাটি জানাচ্ছে, 30 দিন আগে থাকতে টিকিট কাটা এবং শুধুমাত্র একদিকের টিকিটের ( যাওয়া অথবা আসা ) ক্ষেত্রে এই হ্রাস পরিলক্ষিত হয়েছে ৷ 2023 সালের 10-16 নভেম্বর সময়ে এমনটা হয়েছিল ৷ এবছরের 28-3 নভেম্বর দীপাবলির সময় ৷

গড়ে সবচেয়ে বেশি দাম কমেছে বেঙ্গালুরু-কলকাতা বিমানে । প্রায় 38 শতাংশ ৷ গত বছর এই রুটে টিকিটের দাম ছিল 10 হাজার 195 টাকা ৷ এবছর তা কমে হয়েছে 6 হাজার 319 টাকা ৷ চেন্নাই-কলকাতা রুটে 36 শতাংশ দাম কমেছে টিকিটের ৷ 8 হাজার 725 টাকা থেকে একেবারে 5 হাজার 604 টাকা ৷ মুম্বই-দিল্লি রুটে বিমানের টিকিটের দাম 8 হাজার 788 টাকা থেকে কমে 5 হাজার 762 টাকা হয়েছে। শতাংশের 34 শতাংশ কম ৷ একইভাবে দিল্লি-উদয়পুর রুটে 34 শতাংশ কমেছে ৷ 11 হাজার 296 টাকা দামের টিকিট এখন 7 হাজার 469 টাকা ৷

দিল্লি-কলকাতা, হায়দরাবাদ-দিল্লি এবং দিল্লি-শ্রীনগর রুটে 32 শতাংশ টিকিটের দাম কমেছে ৷ ইক্সিগো গ্রুপের সিইও অলোক বাজপেয়ি সংবাদসংস্থা পিটিআই-কে বলেন, "গত বছর টিকিটের দামটা বেশি ছিল। তার প্রাথমিক কারণ গো ফার্স্ট এয়ারলাইন সংস্থার বিমান বাতিল হওয়ায় ৷ এবছর অনেক বেশি বিমান রয়েছে ৷ তার ফলে অক্টোবরের শেষ সপ্তাহে গড়ে টিকিটের দাম কমেছে 20 থেকে 25 শতাংশ ৷"

ইক্সিগো কর্তার মতে গত বছরের তুলনায় এবছর তেলের দাম 15 শতাংশ কমেছে ৷ তার প্রভাবেও বিমানের টিকিটের দাম নিম্নমুখী ৷ এই মুহূর্তে বিশ্বে ভূ-রাজনৈতিক অস্থিরতার জন্য তেলের দাম ফের বাড়তে শুরু করেছে ৷ এর মধ্যে কয়েকটি রুটে 34 শতাংশ বিমান ভাড়া বৃদ্ধি পেয়েছে ৷ আহমেদাবাদ-দিল্লি রুটে টিকিটের ভাড়া 8 হাজার 758 টাকা থেকে কমে 6 হাজার 533 টাকা হয়েছে ৷ এদিকে মুম্বই-দেরাদুন রুটে 33 শতাংশ ভাড়া বৃদ্ধি পেয়েছে ৷ 11 হাজার 710 টাকার টিকিটের দাম এখন 15 হাজার 527 টাকা ৷

You might also like!