Country

1 month ago

Electoral Bond Controversy:পার্টি অফিসে কেউ রেখে যায় ১০ কোটির বন্ড, কমিশনকে জানিয়েছে নীতীশের দল

Nitish Kumar
Nitish Kumar

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ নির্বাচনী বন্ড বাবদ কোন দল কত টাকা পেয়েছে, রবিবার তা প্রকাশ করেছে নির্বাচন কমিশন। নিয়ম অনুযায়ী প্রতি বছর কমিশনকে সব দল তাদের আয়ের উৎস সক্রান্ত তথ্য দিয়ে থাকে। কমিশন সেই তথ্য থেকেই বন্ড বাবদ আয়ের হিসাব প্রকাশ করেছে। 

তবে ডিএমকে প্রথম দল যারা নিজেরাও বন্ড বাবদ প্রাপ্ত অর্থের হিসাব প্রকাশ করেছে। পরে তামিলনাড়ুর আর এক দল এআইএডিএমকে এবং কর্নাটকে জনতা দল সেকুলারও বন্ড থেকে আয়ের হিসাব অঙ্ক নিজেরাই প্রকাশ করে। 

কমিশনের দেওয়া হিসাব অনুযায়ী বন্ড বাতিল হওয়া পর্যন্ত এই খাতে বিজেপি ছয় হাজার, তৃণমূল ১৬০০ এবং কংগ্রেস ১৩০০ কোটি টাকা পেয়েছে। বাকি দলগুলি ছিঁটেফোটা অর্থ পেয়েছে। সেই তালিকায় আছে বিহারের শাসক দল জনতা দল ইউনাইটেডও। 

নীতীশ কুমার পার্টি পেয়েছে ২৪ কোটি টাকা। নির্বাচন কমিশনকে তারা জানিয়েছে, এরমধ্য ১০ কোটি টাকার বন্ড সরাসরি কোনও ব্যক্তি তাদের হাতে দেয়নি। ২০১৯এ-এর এপ্রিলে তাদের পাটনা অফিসে একটি সিল করা খাম উদ্ধার হয়। খুলে দেখা যায় তাতে ১০ কোটি টাকার ইলেক্টোলার বন্ড রয়েছে। 

প্রসঙ্গত, এই বন্ড দেখে বোঝার উপায় নেই সেগুলির ক্রেতা কে। স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার কলকাতার একটি শাখা থেকে কেনা বন্ডগুলি তারা ওই ব্যাঙ্কের পাটনা শাখায় জমা করে ভাঙিয়ে নেয়। ইলেক্টোরাল বন্ডে ক্রেতার নাম লেখা না থাকায় সেটি যখন যার কাছে থাকবে তিনিই তখন মালিক। যদিও রাজনৈতিক দল ছাড়া কারও পক্ষে ওই বন্ডের টাকা পাওয়া সম্ভব নয়।


You might also like!