Cooking

11 months ago

Eggless Fruit Cake Recipe: শীতের মরসুমে বাড়িতে বানিয়ে ফেলুন এগলেস ফ্রুট কেক

Fruit Cake  (File Picture)
Fruit Cake (File Picture)

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ শীতের মরসুমে আট থেকে আশি সকলেরই পছন্দের কেক। আর সেটা যদি হয় লোভনীয় ফ্রুট কেক, তাহলে তো কথাই নেই। তাই আজ আপানাদের জন্য নিয়ে হাজির একটি নতুন ফ্রুট কেকের রেসিপি। 

উপকরণ:

ময়দা এক কাপ

সাদা তেল এক চা চামচ

মধু ২ চা চামচ

ভ্যানিলা এসেন্স দেড় চা চামচ

সুগার পাউডার আধা চা চামচ

জল আধা কাপ

ড্রাই ফুটস (চেরি, কাজু, কিশমিশ, পেস্তা ও কাঠবাদাম) এক কাপ

বেকিং সোডা আধা চা চামচ

কোকো পাউডার ৪ চা চামচ

কনডেন্স মিল্ক আধা কাপ

মাখন ৪ চা চামচ

লবণ পরিমাণ মতো

পদ্ধতি:

প্রথমে আধা কাপ জল গরম করে ড্রাই ফ্রুটগুলো ঘণ্টা খানেক ভিজিয়ে রাখুন। অন্য একটি পাত্রে ময়দা, বেকিং সোডা, কোকো পাউডার ভাল করে মিশিয়ে নিন। এবার আরকেটি পাত্রে মাখন গরম করে চিনি মিশিয়ে নিন।

এরপর মাখন ও চিনির মিশ্রণে সাদা তেল, মধু, লবণ ও ভিজিয়ে রাখা ড্রাই ফ্রুট দিয়ে ভালো করে মিশিয়ে নিন। মেশানো হয়ে গেলে তাতে কনডেন্সড মিল্ক দিয়ে আরও একবার ভাল করে নাড়ুন।

এবার ময়দার মিশ্রণটি এই পাত্রে ঢেলে দিন। বারবার নেড়ে নিন, যাতে যাতে দানা দানা না থাকে। এবার মিশ্রণটির মধ্যে ভ্যানিলা এসেন্স মিশিয়ে দিন।

এবার একটি কেকের ছাঁচে মাখন ব্রাশ করে ঢেরে দিন মিশ্রণটুকু। ভারি কাচের পাত্র হলে সবচেয়ে ভাল হয়। এবার পাত্রটিকে মাইক্রোওয়েভে ঢুকিয়ে ৪ মিনিট মতো বেক করুন।

৪ মিনিট পর একটি টুথপিক দিয়ে পরীক্ষা করুন কেক হয়েছে কি না। হয়ে গেলে নামিয়ে এক ঘণ্টার জন্য কেকটি ফ্রিজে ঢুকিয়ে দিন। ঘণ্টাখানেক পর বের করে কেটে ঠান্ডা ঠান্ডা পরিবেশন করুন।

You might also like!