দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃএই মুহূর্তে ঘর বাইরে একসঙ্গে সামলাতে হয় নারী পুরুষ উভয়কেই। তাই রান্না করার সময় অনেকেই পান না। অথচ পেটটাও ভরাতে হবে। আজ এডিটরজি বাংলার হেঁশেলে রইল চিজ ম্যাগি বানানোর রেসিপি।
কী ভাবে বানাবেন চিজ ম্যাগি ?
সহজ এই রান্না খেতেও যেমন সুস্বাদু তেমনই স্বাস্থ্যকর। আর এই খাবার বানাতে লাগবে মাত্র কয়েক মিনিট। প্রথমেই একটি পাত্রে পরিমাণ মতো জল গরম করে নিন। তাতে পছন্দের মতো সবজি যেমন বিনস , গাজর, সামান্য পেঁয়াজ, রসুন সেদ্ধ করে নিন। এবার ওই জলে ম্যাগি দিয়ে , মশলা দিয়ে খানিকক্ষণ রেখে দিন। এবার ম্যাগি ছেঁকে নিন। উপর থেকে চিজ ছড়িয়ে পরিবেশন করলেই রেডি গরম গরম চিজ ম্যাগি।