দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ- কথায় আছে, মাছে-ভাতে বাঙালি। মাছ ভাজা থেকে মাছের ঝোল, সবই খাদ্যরসিক বাঙালির কাছে বড় প্রিয়। তবে এক রেসিপি খেয়ে অতিষ্ঠ হয়ে উঠেছেন অনেকেই। এবার ভোজনরসিকদের কথা চিন্তা করে প্রতিবেদনে জানাব এক কেরালিয়ান মাছের রেসিপি। কেরালার মূল খাদ্য তালিকায় থাকে প্রচুর সামুদ্রিক মাছ। কিন্তু মিষ্টি জলের মাছের একাধিক রেসিপি কেরালাতে প্ৰচলিত। তারমধ্যে অন্যতম 'মিনকারি'। এই রেসিপি তৈরির জন্য দরকার কিছু উপকরণের।
উপকরণ - ৪/৫ টুকরো কাতলা মাছ, ১টা বড় পেঁয়াজ, ৪কোয়া রসুন, ২টো কাঁচা লঙ্কা, ১ টা টমেটো,১চা চামচ হলুদ গুঁড়ো, ১চা চামচ চিনি,
2টেবিল চামচ তেঁতুল গোলা,১টেবিল চামচ মিন কারি মশলা,এছাড়া ১ চামচ করে জিরে,ধনে,ছোলার ডাল,অল্প কারিপতা,নারকেল কোরা গ্রাইন্ডারে দিয়ে একটা মিক্সট মশলা বানিয়ে নিন।
প্রণালী - প্রথমে মাছ ধুয়ে নুন হলুদ মাখিয়ে ভেজে তুলে রাখতে হবে। এরপর আদা, পেঁয়াজ, রসুন টমেটো এক সাথে বেটে নিতে হবে। এবার কড়াইয়ে তেল গরম করে তাতে গোটা সর্ষে কারি পাতা ফোড়ন দিয়ে বাটা মশলা দিয়ে কষতে হবে। এই সময় হলুদ নুন সামান্য দিয়ে ভাজা গুড়ো মশলা দিতে হবে এবং খুব ভালো করে কষে নিতে হবে। তারপর এক কাপ জল দিয়ে ঢাকা দিয়ে ঝোল পাঁচ মিনিট ফুটিয়ে নিতে হবে।
এবার ঝোল ভালো ভাবে ফুটে গেলে তেঁতুল গোলা জল দুই টেবিল চামচ দিয়ে আরো একটু রান্না করে নিতে হবে । এবং সব শেষে ভাজা মাছ দিয়ে দুই মিনিট রান্না করে নিলেই রেডি কেরালিয়ান মিনকারি।