Breaking News
 
Subhendu Adhikari: দুর্গাপুরকাণ্ডে আইনি লড়াই! ধর্নার অনুমতি চেয়ে হাই কোর্টে বিজেপি, পালটা জমায়েত সরাতে আদালতের দ্বারস্থ মেডিক্যাল কলেজ Arjun Singh: 'কঠোর পদক্ষেপ নয়'! এফআইআর-এর বিরুদ্ধে অর্জুন সিংকে ১০ নভেম্বর পর্যন্ত রক্ষাকবচ দিল কলকাতা হাই কোর্ট Jagadhatri Puja:চন্দননগরে আর 'সাট ডাউন' নয়! বিদ্যুৎ পরিষেবা সচল রেখেই এবার শোভাযাত্রা, বড় ঘোষণা প্রশাসনের Amit Shah: আর নয় বিলম্ব! বঙ্গ বিজেপির গোষ্ঠীদ্বন্দ্বের ক্ষোভ মেটাতে কড়া বার্তা দিতে পারেন অমিত শাহ Google: ১.৫ হাজার কোটি ডলার বিনিয়োগ! অন্ধ্রপ্রদেশে AI হাব গড়তে চলেছে Google, ঐতিহাসিক পদক্ষেপ ভারতের ডিজিটাল যাত্রায় CM Mamata Banerjee:শেষ মুহূর্তে রদবদল! আজ মিরিকে যাচ্ছেন না মমতা, বিপর্যস্ত সুখিয়াপোখরি পরিদর্শনে মুখ্যমন্ত্রী

 

Cooking

1 year ago

Food Recipe: মাছ ভাজা আর বাঙালি কায়দায় নয়, খান কেরালিয়ান পন্থায়! কিভাবে বানাবেন জানেন?

Food Recipe
Food Recipe

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ- কথায় আছে, মাছে-ভাতে বাঙালি। মাছ ভাজা থেকে মাছের ঝোল, সবই খাদ্যরসিক বাঙালির কাছে বড় প্রিয়। তবে এক রেসিপি খেয়ে অতিষ্ঠ হয়ে উঠেছেন অনেকেই। এবার ভোজনরসিকদের কথা চিন্তা করে প্রতিবেদনে জানাব এক কেরালিয়ান মাছের রেসিপি। কেরালার মূল খাদ্য তালিকায় থাকে প্রচুর সামুদ্রিক মাছ। কিন্তু মিষ্টি জলের মাছের একাধিক রেসিপি কেরালাতে প্ৰচলিত। তারমধ্যে অন্যতম 'মিনকারি'। এই রেসিপি তৈরির জন্য দরকার কিছু উপকরণের।

উপকরণ - ৪/৫ টুকরো কাতলা মাছ, ১টা বড় পেঁয়াজ, ৪কোয়া রসুন, ২টো কাঁচা লঙ্কা, ১ টা টমেটো,১চা চামচ হলুদ গুঁড়ো, ১চা চামচ চিনি,

 2টেবিল চামচ তেঁতুল গোলা,১টেবিল চামচ মিন কারি মশলা,এছাড়া ১ চামচ করে জিরে,ধনে,ছোলার ডাল,অল্প কারিপতা,নারকেল কোরা গ্রাইন্ডারে দিয়ে একটা মিক্সট মশলা বানিয়ে নিন।

প্রণালী - প্রথমে মাছ ধুয়ে নুন হলুদ মাখিয়ে ভেজে তুলে রাখতে হবে। এরপর আদা, পেঁয়াজ, রসুন টমেটো এক সাথে বেটে নিতে হবে। এবার কড়াইয়ে তেল গরম করে তাতে গোটা সর্ষে কারি পাতা ফোড়ন দিয়ে বাটা মশলা দিয়ে কষতে হবে। এই সময় হলুদ নুন সামান্য দিয়ে ভাজা গুড়ো মশলা দিতে হবে এবং খুব ভালো করে কষে নিতে হবে। তারপর এক কাপ জল দিয়ে ঢাকা দিয়ে ঝোল পাঁচ মিনিট ফুটিয়ে নিতে হবে।

 এবার ঝোল ভালো ভাবে ফুটে গেলে তেঁতুল গোলা জল দুই টেবিল চামচ দিয়ে আরো একটু রান্না করে নিতে হবে । এবং সব শেষে ভাজা মাছ দিয়ে দুই মিনিট রান্না করে নিলেই রেডি কেরালিয়ান মিনকারি।

You might also like!