West Bengal

4 days ago

Kunal Ghosh:“বিনা নোটিসে এই অনশন কেন”, প্রশ্ন তুলে প্রত্যাহারের বার্তা কুণালের

Kunal Ghosh
Kunal Ghosh

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ- “বিনা নোটিসে ধর্মতলায় বসে অনশন শুরু। এবার চিৎকার— সরকার দেখো, সরকার একজিট রুট করে দাও, দেখো আমরা অসুস্থ, কিছু হলে সরকার দায়ী!”

এক্স হ্যান্ডলে এই বার্তা দিয়েছেন তৃণমূল নেতা কুণাল ঘোষ। বেশ কয়েক দফা আন্দোলন-বিরোধী মতামত দিয়েছেন। তিনি লিখেছেন, “সরকার-১) ২৪ ঘন্টায় দোষীকে ধরেছে। সিবিআই সেটা মেনেছে।

২) বিভিন্ন স্তরে সাসপেন্ড, বদলি করেছে।

৩) পরিকাঠামো আগেও অনেক বেড়েছিল, এখনও দ্রুতগতিতে কাজ হচ্ছে। মুখ্যসচিব লিখিতভাবে জানিয়েছেন।

৪) মুখ্যমন্ত্রী আগে নিজে ধরনামঞ্চে গিয়েছেন, বাড়িতে বৈঠক করেছেন। নবান্নে একাধিকবার বৈঠক। জ্যোতি বসুর মত পুলিশ দিয়ে পিটিয়ে তুলে দেননি।

আবারও অনুরোধ, অনশন প্রত্যাহার করা হোক। ঘটনা ভয়ঙ্কর। সিবিআই চার্জশিট দিয়েছে। কলকাতা পুলিশের গ্রেফতার মান্যতা পেয়েছে। কোর্টে বিচার। আরও তদন্ত চলছে। সুপ্রিম কোর্ট দেখছেন। পরিকাঠামো দ্রুত বাড়াচ্ছে রাজ্য সরকার। এই পরিস্থিতিতে বিনা নোটিসে এই অনশন কেন? অনশন তুলুন। সুস্থ থাকুন।”

You might also like!